Top
সর্বশেষ

এনসিসি ব্যাংকের বিনামূল্যে কৃষি উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ

১৭ নভেম্বর, ২০২৪ ৮:০৫ অপরাহ্ণ
এনসিসি ব্যাংকের বিনামূল্যে কৃষি উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ

এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সম্প্রতি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩০০ প্রান্তিক চাষীর মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ করেছে।

এনসিসি ব্যাংকের পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক চাষীদের মাঝে সরিষাসহ বিভিন্ন সবজির বীজ এবং ব্যাকপ্যাক স্প্রেয়ার বিতরণ করেন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মোঃ মনিরুল আলমের সভাপতিত্বে এসময় আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইভিপি এবং চট্টগাম অঞ্চলের প্রধান আলী তারেক পারভেজ ও আনোয়ারা শাখার ব্যবস্থাপক এস.এম মইন উদ্দীন আজাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এনসিসি ব্যাংকের পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দীন বলেন, এনসিসি ব্যাংক দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কৃষি উপকরণ এবং কৃষিযন্ত্রপাতি নিয়ে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এনসিসি ব্যাংক কৃষকদের পাশে দাড়িয়েছে। অত্র এলাকার চাষীদের সরিষাসহ অন্যান্য সবজি চাষে আরও বেশী উদ্বুদ্ধ করতে এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া, ভবিষ্যতে ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, পাবনা ও অন্যান্য জেলায় পেঁয়াজ সংরক্ষণ ও সবজি চাষে কৃষকদের সহায়তায় এনসিসি ব্যাংকের পরিকল্পনার কথা তিনি উল্লেখ করেন।

এম জি

শেয়ার