Top
সর্বশেষ

প্রাথমিকের পাঠ্যবইয়ে তেমন পরিবর্তন হবে না : গণশিক্ষা উপদেষ্টা

১৮ নভেম্বর, ২০২৪ ৫:১৮ অপরাহ্ণ
প্রাথমিকের পাঠ্যবইয়ে তেমন পরিবর্তন হবে না : গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, নতুন বছরের জানুয়ারি মাসে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। এতে কোনো ব্যত্যয় ঘটবে না। বইয়ের সংস্করণ হচ্ছে তবে প্রাথমিক পর্যায়ে তেমন পরিবর্তন হবে না। পরিবর্তন হবে ষষ্ঠ থেকে উপরের ক্লাসের পাঠ্যবইয়ে।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার ফিমেল একাডেমি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষকরা সরকারি কর্মকর্তা চাকরিবিধি অনুযায়ী সরাসরি রাজনীতি করতে পারেন না। এ নিয়ে তাদের ১০ মাসের একটি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগে শিক্ষক নিয়োগ ও বদলিতে নানান অভিযোগ ছিল এখন কম্পিউটারে ডিজিটাল পদ্ধতিতে বদলি পদায়ন হয়। হাওর এলাকার স্কুলের অবকাঠামোগত পরিবর্তন করার কথা ভাবছে সরকার। স্কুল প্লাস বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করতে হবে। শিক্ষক সংকট দূর করতে চেষ্টা করা হচ্ছে।

পরে তিনি দুর্গম এলাকার একটি স্কুল পরিদর্শন শেষে ফিমেল একাডেমিতে হাওর অঞ্চলের প্রাথমিক শিক্ষা উন্নয়নবিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এসময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এম জি

শেয়ার