Top
সর্বশেষ

পর্যটন করপোরেশনের নতুন চেয়ারম্যান সায়েমা

১৮ নভেম্বর, ২০২৪ ৬:০৪ অপরাহ্ণ
পর্যটন করপোরেশনের নতুন চেয়ারম্যান সায়েমা
নিজস্ব প্রতিবেদক :

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সায়েমা শাহীন সুলতানাকে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে গেল ২৬ আগস্ট অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয় সায়েমাকে। তখন একসঙ্গে ১৩১ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব করা হয়েছিল।

এদিকে তিন মাসে (আগস্ট-অক্টোবর) সহকারী সচিব থেকে সচিব পদে ৭৬৮ জনকে পদোন্নতি দেয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের বিগত তিন মাসের উল্লেখযোগ্য কার্যক্রম সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

রোববার (১৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বিগত তিন মাসে (আগস্ট-অক্টোবর) সিনিয়র সচিব/সচিব পদে ১২ জন, গ্রেড-১ পদে ৩ জন, অতিরিক্ত সচিব পদে ১৩৫ জন, যুগ্মসচিব পদে ২২৬ জন, উপসচিব পদে ১২৫ জন, অন্যান্য ক্যাডারে ২২১ জন, সিনিয়র সহকারী সচিব (নন-ক্যাডার) পদে ৯ জন এবং সহকারী সচিব (নন-ক্যাডার) পদে ৩৭ জনসহ সর্বমোট ৭৬৮ জনকে পদোন্নতি দেয়া হয়েছে।

এ সময়ে সিনিয়র সচিব/সচিব পদে ৪৩ জন, গ্রেড-১ পদে ১১ জন, অতিরিক্ত সচিব পদে ১৩৭ জন, যুগ্মসচিব পদে ১৭৩ জন, উপসচিব পদে ৩৯১ জন, বিভাগীয় কমিশনার ৪ জন; অতিরিক্ত বিভাগীয় কমিশনার ৩ জন; জেলা প্রশাসক ৫৯ জন, অতিরিক্ত জেলা প্রশাসক ১১৮ জন, উপজেলা নির্বাহী অফিসার পদে ১৬৫ জন, সিনিয়র সহকারী সচিব/সহকারী সচিব পদে ৪১৪ জন, সিনিয়র সহকারী কমিশনার/সহকারী কমিশনার ৮৩ জন, সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ১২৬ জন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট/আইন কর্মকর্তা/মেরিন সেফটি অফিসার ৩৯ জন, উপপরিচালক/পরিচালক (স্থানীয় সরকার) ১৮ জন, জেলা পরিষদের প্রধান নির্বাহী ও নির্বাহী ৩০ জন, জোনাল সেটেলমেন্ট অফিসার ১৮ জন, চার্জ অফিসার ৬ জন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ১৯ জন, ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার ৩ জন এবং অন্যান্য ১০ জনসহ মোট ১৮৭০ জনকে বদলি করা হয়েছে।

বিএইচ

শেয়ার