মানিকগঞ্জের সিংগাইর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাসনুভা মারিয়া নিয়মিত অফিস না করায় তার সাথে তাল মিলিয়ে অফিস ফাঁকি দিচ্ছেন মেডিকেল অফিসাররা। এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে সিংগাইর উপজেলা বাসী ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সিংগাইর উপজেলার ঘোনাপাড়া এলাকায় অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গত ২ দিন যাবৎ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাসনুভা মারিয়া অনুপস্থিত রয়েছেন। তারই সাথে তাল মিলিয়ে মেডিকেল অফিসাররাও ফাঁকি দিচ্ছেন অফিস। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে বেলা ১০:৩০ ঘটিকার চিত্র অনুযায়ী দেখা যায়, উপ-সহকারী মেডিকেল অফিসারের কক্ষটি তালা দেওয়া রয়েছে। নিয়ম অনুযায়ী আউটডোরের ডাক্তারদের স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত থাকার কথা সকাল ৮ ঘটিকায়, তবে বেলা ১০ ঘটিকা পেরিয়ে গেলেও অনুপস্থিত রয়েছেন জুনিয়র কনসালটেন্ট (অবস এন্ড গাইনী) ডা:শবনম বানু। সিংগাইর উপজেলার বিভিন্নস্থান থেকে আসা রোগীরা ঘন্টার পর ঘন্টা অসুস্থতা নিয়ে দাড়িয়ে রয়েছে । পরবর্তীতে ১০.৩০ ঘটিকায় ডা: শবনম বানু স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়। পাশে থাকা আরেকটি কক্ষে গত দুইদিন যাবত অনুপস্থিত ডাঃ ফয়সাল বিন ইউসুফ। অনেকেই তাদের কাছে গতকাল ও আজকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে বাড়ি ফিরে যাচ্ছে।
স্বাস্থ্যসেবা নিতে আসা কোহিনুর ইসলাম জানান, ঘন্টার পর ঘন্টা অসুস্থভরা শরীর নিয়ে দাঁড়িয়ে আছি ডাক্তার আসার কোন নাম গন্ধ নাই, এভাবে যে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তার কোনো হদিস নাই? অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অসুস্থ শরীর আরো অসুস্থ হয়ে পড়েছে।
রানু বেগম বলেন, এভাবে আমাদের প্রত্যেকদিন অপেক্ষা করতে হয় । দুই দিন আসছি এর আগের দিন ডাক্তার পাইনি,আজকেও পাইলাম না এখন পর্যন্ত ।
মাজেদ মিয়া জানান, আমার সহধর্মিনীকে নিয়ে এসেছিলাম, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেই চলেছি। ডাক্তার আসার কথা আগে, এখনো পর্যন্ত আসে নাই।
স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মচারীর সাথে কথা বলে জানা যায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বাস্থ্য অধিদপ্তরের মিটিং ও ট্রেনিংয়ে রয়েছে । এই মিটিং ও ট্রেনিংয়ে দোহাই দিয়ে তিনি গত দুইদিন যাবত অনুপস্থিত রয়েছে। এছাড়াও একাধিক লোক জানায়,তিনি প্রায়ই এরকম মিটিং এর দোহাই দিয়ে অনুপস্থিত থাকেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (অবস এন্ড গাইনী) ডাঃ শবনম বানুর সাথে কথা বলতে গেলে অপারেশন থিয়েটারে কাজ থাকার কথা বলে স্থান ত্যাগ করে।
আবাসিক মেডিকেল অফিসার হাফিজুর রহমান বলেন, ডাক্তার ফয়সাল বিন ইউসুফ ১৭ ও ১৮ নভেম্বর এই দুই দিনের ছুটিতে রয়েছেন। তার পরিবর্তে আরেক জনকে দায়িত্ব দেয়া হয়েছে। ডা.শবনম ভানুর সকালে কোন অপারেশন নাই।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাসনুবা মারিয়া বলেন, আমার ডিজিঅফিসে কাজ আছে। আমি একটু অধিদপ্তরে আছি । আমি আমার সিভিল সার্জনকে মৌখিকভাবে জানিয়েছি।
মানিকগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ মোঃমকছেদুল মমিন বলেন, সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বদলির আদেশ হয়ে গেছে। এখনো রিলিজ নেন নাই, যোগদান করেন নাই। ছুটি না দিলে অফিস করতে হবে। তিনি আমাকে মৌখিকভাবে জানিয়েছেন।
এনজে