বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ‘বজ্রকণ্ঠে বলে শেখ মুজিব’ শিরোনামে একটি গান লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। নতুন এই গানে কণ্ঠ দিলেন হোমায়েরা বশির ও রাজা বশির।
গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজা বশির। কণ্ঠ দিয়েছে হোমায়েরা বশির, দিঠি আনোয়ার ও রাজা বশির নিজেও। মিউজিক ভিডিও নির্মাণ করেছে হোমায়েরা বশিরের ছেলে সারগাম। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে সম্প্রতি সারগাম সাউন্ড স্টেশন গানটি মুক্তি পায়।
মিউজিক ভিডিওতে গানের গীতিকার গাজী মাজহারুল আনোয়ার প্রথম কয়েক লাইন আবৃত্তি করেছেন। এ ধরনের কাজে তার অংশগ্রহণ এবারই প্রথম। গানটি সম্পর্কে হোমায়েরা বশির বলেন, ‘গতানুগতিক ধারার বাইরে আমরা ভাই-বোন সব সমই নতুন কিছু করার চেষ্টা করি। এর আগেও বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে সংগীতের বেশ কয়েকটি প্রজেক্ট করেছি। যেখানে দেশের গুণী সংগীত ব্যক্তিত্বরা অংশ নিয়েছেন।’
বলেন, ‘মুজিববর্ষে এমন একটি কাজ করতে পেরে সত্যিই আনন্দিত। আমি আশাবাদী গানটি সব মহলের শ্রোতাদের ভালো লাগবে।’ -বলেন রাজা বশির।
রাজা বশির এর আগেও অনেক গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন। সে সব গান গেয়েছেন দেশের অনেক জনপ্রিয় শিল্পীরা।