মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ৩৭৫ বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বক্তব্যে বলেন, আমি আলোচনা করতে নয় আপনাদের ধন্যবাদ দিতে এসেছি। সম্মান বিষয়টি আপেক্ষিক। মানুষকে সম্মান দেয়ার একটা সর্বোচ্চ সম্মান হচ্ছে ফুল দিয়ে। মানুষকে শ্রদ্ধা বা ভালোবাসা জানানোর একটাই মাধ্যম ফুল। আমি আসলে বেশি আপন করে নিতে নিজের হাতে ফুল দিতে চেয়েছি।
ডিসি বলেন, বাংলাদেশের মানুষ সংগ্রামী। একমাত্র কেয়ামতই বাংলাদেশকে ধ্বংস করতে পারবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটাই। যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে মুক্তিযোদ্ধারাই শ্রেষ্ঠ সন্তান হয়ে থাকবে। দেশটা স্বাধীন হয়েছে বলেই আমরা একেকজন বিভিন্ন মাধ্যমে উপার্জন করে বেঁচে আছি।
তিনি বলেন, মুক্তিযোদ্ধা সংসদ যেভাবে অসহায় মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ানোর কথা সেভাবে দাঁড়ায় নাই। মুক্তিযোদ্ধা সংসদের উপার্জিত অর্থ ব্যয় হবে মুক্তিযোদ্ধাদের কল্যাণে। শুধু এ চাঁদপুরেই নয় সারাদেশের সংসদগুলোতেই একই অবস্থা। সংসদটা যেন তার মর্যাদা পায় তার ব্যবস্থা করেছি। সংসদকে সকল মুক্তিযোদ্ধাদের জন্যে উম্মুক্ত করেছি। প্রতিটি ইঞ্চির মালিক হচ্ছে মুক্তিযোদ্ধারা। এর প্রতিটি উপার্জিত অর্থ আপনাদের কল্যাণে ব্যায় হবে। আজকের দিনটা শুধু আপনাদের জন্যে। এ দিবসটিতে সবাই সংবর্ধিত হবেন। মুক্তিযোদ্ধা হিসেবে সবাই সম্মান পাওয়ার যোগ্য।
অতিথিদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান।
অনুভূতি ব্যক্ত করেন বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাষ্টার, মুজিবুর রহমান, মো. রাজ্জাক, ড. কাজী হাশেম, সিরাজুল ইসলাম বরকন্দাজ প্রমূখ।
অনুষ্ঠান যৌথ সঞ্চালনায় ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত ও সাংবাদিক বিএম হান্নান।
শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা ছানাউল্লাহ এবং গীতা পাঠ করেন সাধন সরকার।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
এনজে