Top

‘পরিবেশ দূষণে দায়ীদের বিরুদ্ধে শনিবার থেকে টাস্ক ফোর্সের অভিযান’

১৮ ডিসেম্বর, ২০২৪ ৩:২৮ অপরাহ্ণ
‘পরিবেশ দূষণে দায়ীদের বিরুদ্ধে শনিবার থেকে টাস্ক ফোর্সের অভিযান’

বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অবৈধ ইটভাটাসহ পরিবেশ দূষণে দায়ীদের বিরুদ্ধে আগামী শনিবার থেকে টাস্ক ফোর্সের অভিযান শুরু হবে।

বুধবার (১৮ ডিসেম্বর) এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, নদী দূষণ, খাল ভরাট, বায়ুদূষণসহ ৫৩ বছরের জঞ্জাল দূর করা কঠিন তবে কাজটা সরকারকে শুরু করতে হবে। এর জন্য ফান্ড পর্যন্ত নেই, তারপরও বর্তমান সরকারের সদিচ্ছা আছে।

তিনি বলেন, জলবায়ু তহবিল থেকে প্রাপ্ত টাকা সঠিক ভাবে ব্যয় হয় না। আর অপব্যাবহারের কারণে তহবিল থেকে বরাদ্দ কমিয়ে দিয়েছে দাতারা। তাই আগামী ৫ বছর নিজস্ব উদ্যোগেই পরিবেশ রক্ষার পরিকল্প নেয়া উচিৎ।

পরিবেশ দূষণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দেশে পলিথিনের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়নি। পলিথিন শপিং ব্যাগের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, এটা নতুন নয়। ২০০২ সালে পলিথিন উৎপাদন নিষিদ্ধ করা হয়, সরকার শুধু তা বাস্তবায়নের চেষ্টা করছে। সেই সাথে একবার ব্যবহার যোগ্য প্লাস্টিকের ব্যবহার নিরুৎসাহিত করা হচ্ছে।

এম জি

শেয়ার