ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পারলাট গ্রামে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে নগদ টাকা ও মদের বোতলসহ ৮ জুয়াড়িকে আটক করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার কোটঁপাড়া এলাকার আয়ুব মুন্সির ছেলে শাহিন, নারায়নপুর এলাকার নওশাদ শাহের ছেলে হাবিব, কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর এলাকার আব্দুল মালেকের ছেলে সেলিম হোসেন, পারলাট গ্রামের ওয়াহাব আলীর ছেলে বাবর আলী, আব্দুল কাদেরের ছেলে আসাদুল হোসেন, আদর্শপাড়া এলাকার মৃত মালেক সরদারের ছেলে অমেদুল সরদার, কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের মৃত ফকির আহমেদের ছেলে রবিউল ইসলাম ও সাহাজউদ্দিনের ছেলে মনির।
মহেশপুর ভৈরবা সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইব্রাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কোটচাঁদপুর উপজেলার পারলাট গ্রামের একটি মেহগনি বাগানে ওয়ান টেন জুয়ার আসর বসানো হয়েছে।
এম জি