বরিশাল আগৈলঝাড়া উপজেলায় বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল ২০২৫-২০২৭ খ্রীঃ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩/১২/২০২৪ খ্রীঃ রোজ সোমবার উপজেলা কেন্দ্রীয় মসজিদের দোতলায় ২০২৫-২৭ সালের বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে, এতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন, হাফেজ মাওলানা ফজলুল হক, ইমাম ও খতিব উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ আগৈলঝাড়া,
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, মুহতামিম বাশাইল ইকরা নূরানী তালীমূল কুরআন মাদ্রাসা। এতে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুফতী মাওলানা ডাঃ এম এ সালাম, বিশেষ অতিথি ছিলেন, হাফেজ মাওলানা ডাঃ আব্দুল্লাহ আল মামুন, সভাপতি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, বরিশাল মহানগর, আরো উপস্থিত ছিলেন, মাওলানা কাজী মোঃ ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, বরিশাল জেলা, মাওলানা মুহাম্মদ জাকির হোসেন, সভাপতি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, উপজেলা গৌরনদী,
আগৈলঝাড়া উপজেলার অধিকাংশ ইমামগণের উপস্থিতিতে নির্বাচন সম্পন্ন হয়েছে।
এনজে