পুঁজিবাজারে তালিকাভুক্ত এসজেআইবিএল মুদারাবা পার্পেচ্যুয়াল বন্ড ও এআইবিএল মুদারাবা পার্পেচ্যুয়াল বন্ড বার্ষিক কুপন রেট ঘোষণা করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এসজেআইবিএল মুদারাবা পার্পেচ্যুয়াল বন্ডটির ট্রাস্টি ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়ের জন্য ১০% কুপন রেট ঘোষণা করে।
এআইবিএল মুদারাবা পার্পেচ্যুয়াল বন্ডটির ট্রাস্টি ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়ের জন্য ১০% কুপন রেট ঘোষণা করে।
কুপন রেট ঘোষণা করায় আজ লেনদেনে দর বাড়া বা কমার ক্ষেত্রে কোনো সীমা থাকবে না বন্ড ২টির।
এসকেএস