সব ধরনের ব্যাংকিং সুবিধা নিয়ে নতুন পরিসরে গ্রাহকদের সবচেয়ে আধুনিক এবং সর্বোত্তম সেবা প্রদানে সম্প্রতি দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির ঢাকা ইপিজেড শাখা নতুন ঠিকানায় উদ্বোধন করা হয়েছে। (কমার্শিয়াল কমপ্লেক্স অব ঢাকা ইপিজেড, ৩য় তলা, সাভার, ঢাকা)
দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে স্থানান্তরিত শাখার উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবুল হাশেম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ইভিপি এবং ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান মো. তারেক উদ্দিন এবং ঢাকা ইপিজেড শাখা প্রধান এফভিপি মো. মাহফুজুর রহমান, রিং শাইন টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক অনিরুদ্ধ পিয়াল, কুইন সাউথ টেক্সটাইলের সিএফও মো. মাসুদ রানা, সরকার প্রিন্টার্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুকসহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও অন্যান্য গণ্যমান্য অতিথিবর্গ।
এম জি