পাবনার ঈশ্বরদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ফরহাদ শেখ নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা চেষ্টার ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টায় ঈশ্বরদী উপজেলার মুলাডুলি এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে জহুরুল ইসলাম, আলামিন শেখসহ অন্যান্যরা বক্তব্য দেন। এসময় তারা অভিযোগ করে বলেন, গেল ১৯ ডিসেম্বর জমি সংক্রান্ত বিরোধ মেটানোর কথা বলে ফরহাদ শেখকে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। পরে সেখানে কথাকাটাকাটির এক পর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এনজে