Top
সর্বশেষ
ইআরএফের নতুন সভাপতি দৌলত আকতার মালা, সম্পাদক আবুল কাশেম শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই সর্বোত্তম পেতে গিয়ে যেন উত্তমকে হারিয়ে না ফেলি: দেবপ্রিয় ভোটার হওয়ার বয়স ১৭ হওয়া উচিত: প্রধান উপদেষ্টা এক্সপ্রেসওয়েতে তিন গাড়িকে বেপরোয়া বাসের ধাক্কা, নিহত ৫ বাংলাদেশ-চীন সর্ম্পক নতুন উচ্চতায়: পররাষ্ট্র উপদেষ্টা সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যু গাজায় হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় ৪৫ জন নিহত দেশে অবৈধভাবে থাকা বিদেশিদের বিরুদ্ধে ৩১ জানুয়ারির পর ব্যবস্থা

সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা

২৭ ডিসেম্বর, ২০২৪ ৩:৪৫ অপরাহ্ণ
সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদে সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ৫ শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে রসুল্লাবাদ দাখিল মাদ্রাসায় এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাঈদ ফাউন্ডেশনের কর্ণধার ও নবীনগর মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মো. সায়েদুল হক সাঈদ।

আয়োজকরা জানায়, আর্তমানবতা ও নবীনগরবাসীর সেবায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণী কর্মসূচি মোঃ সায়েদুল হক সাঈদ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে “ফ্রি মেডিকেল ক্যাম্প” পরিচালনা করা হচ্ছে। ফ্রি চিকিৎসা সেবা নবীনগরের প্রত্যেক জন-সাধারণের নিকট পৌঁছে দিতে এ কার্যক্রম চলমান থাকবে। জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ডাক্তারদের তত্ত্বাবধানে ও বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। ফ্রি চিকিৎসা সেবা কর্মসূচি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রসুল্লাবাদ ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন। অনুষ্ঠানে বড়াইল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোজাম্মেল হক, রসুল্লাবাদ উলফত আলী খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুল হক, রসুল্লাবাদ দাখিল মাদ্রাসার সুপার মো.জালাল উদ্দিন এছলাহী, বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন, রসুল্লাবাদ বাজার কমিটির সভাপতি মোহাম্মদ দুলু বেপারী, পোস্ট মাস্টার হাবিবুল্লাহ বাহার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহানুর, ওয়ার্ড মেম্বার মোঃ জালাল উদ্দিন, রসুলাবাদ দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান, বিএনপি নেতা রিয়াজ উদ্দিন মুন্সি উপস্থিত ছিলেন।

এনজে

শেয়ার