Top
সর্বশেষ
ইআরএফের নতুন সভাপতি দৌলত আকতার মালা, সম্পাদক আবুল কাশেম শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই সর্বোত্তম পেতে গিয়ে যেন উত্তমকে হারিয়ে না ফেলি: দেবপ্রিয় ভোটার হওয়ার বয়স ১৭ হওয়া উচিত: প্রধান উপদেষ্টা এক্সপ্রেসওয়েতে তিন গাড়িকে বেপরোয়া বাসের ধাক্কা, নিহত ৫ বাংলাদেশ-চীন সর্ম্পক নতুন উচ্চতায়: পররাষ্ট্র উপদেষ্টা সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যু গাজায় হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় ৪৫ জন নিহত দেশে অবৈধভাবে থাকা বিদেশিদের বিরুদ্ধে ৩১ জানুয়ারির পর ব্যবস্থা

পদ্মার চরে সবজি চাষে অর্থনীতি হচ্ছে চাঙ্গা

২৭ ডিসেম্বর, ২০২৪ ৩:৫৫ অপরাহ্ণ
পদ্মার চরে সবজি চাষে অর্থনীতি হচ্ছে চাঙ্গা
লালপুর (নাটোর) প্রতিনিধি :

নাটোরের লালপুরে পদ্মা নদীতে পানি কমে শীতে জেগে ওঠা চরের উর্বর জমিতে শীতকালীন সবজিসহ নানান ফসল চাষাবাদ করেন স্থানীয় কৃষকরা। যেদিকে চোখ যাবে, চারিদিকে দেখা মিলবে ধুধু বালুচরের পরিবর্তে সবুজের সমারোহ। কেউ চাষ করেছেন আখ,গম, ভুট্টা, কেউ করেছেন ডাল জাতীয় ফসল। ফাঁকে ফাঁকে রয়েছে শিম, বেগুন, কুমড়া, লাউসহ শীতকালীন সবজির খেত। স্বল্প খরচে চরের উর্বব জমিতে ভালো ফলন আর বিক্রি ব্যবস্থা ভালো থাকায় চরের অর্থনীতিতে ভূমিকা রাখছে কৃষি।

উপজেলা কৃষি অফিস জানায়, চর এলাকার ৮টি ব্লকে মোট জমি রয়েছে ৪ হাজার ১৬০ হেক্টর। এরমধ্যে ৩ হাজার ৮০৮ হেক্টর জমিতে বছরের ১০ মাস ফসল আবাদ হয়ে থাকে। চরাঞ্চলের ১ হাজার ৩৬২ হেক্টর জমিতে বছরে এক ফসল হয়। আর ১ হাজার ৯৮৮ হেক্টর জমিতে দুই ফসল এবং বাকি ৩৮৮ হেক্টর জমিতে আবাদ হচ্ছে তিনটি ফসল। এর মধ্যে সবচেয়ে বেশি চাষ হয় আখ। এবছর ১ হাজার ৬০০ হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে। এছাড়া ১ হাজার ১৭২ হেক্টর জমিতে ধান,গম, ৫৫৬ হেক্টরে ডাল, ২৪৬ হেক্টরে তেল জাতীয় ফসল ও ১২৮ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হয়েছে।

সরেজমিনে উপজেলার দক্ষিণ লালপুর, নওশেরা সুলতানপুর দিয়াড় সংকর, মোহরকয়া চর ঘুরে দেখা যায়, এক সময়ের ধুধু বালু চর ছেঁয়ে গেছে সবুজে সবুজে। বিস্তীর্ণ চরজুড়ে হয়েছে বিভিন্ন ফসলের চাষ। এসব ফসল চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা।

চরের ইসরাইল, আবু বক্কর, মুনতাজ, জিল্লুর রহমান ও রফিকুল ইসলামের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর চরে শীতকালীন সবজি, দানাদার, তেল জাতীয় ফসলের ব্যাপক চাষ হয়েছে। পদ্মার চরে উর্বর পলির কারণে ফসল চাষে তেমন সারের প্রয়োজন হয় না। ফলে অল্প খরচে ফসল উৎপাদন হয়।

তারা আরো বলেন, বর্তমানে চরের জমিতে গম, মসুর, সরিষা, বাদামসহ বিভিন্ন রবিশস্য চাষ শুরু হয়েছে। এই শুষ্ক মৌসুমে সেচ সংকট নিরসন ও সুদবিহীন রবিশস্য চাষের জন্য কৃষকরা ঋণ পেলে চরাঞ্চলের অর্থনীতি আরও চাঙা হবে বলে জানান তারা।

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় বলেন, বিভিন্ন ডাল জাতীয় ফসল ও ভুট্টা চাষে তফসিলি ব্যাংক কৃষকদের স্বল্পসুদে ঋণ দিচ্ছে এবং সেচের জন্য বিএডিসির মাধ্যমে গভীর নলকূপ বসাতে পারবেন কৃষকরা। কৃষিবিভাগ থেকে চরে পরিদর্শন করে কৃষকদেরকে প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ প্রদান করা হচ্ছে। এখানকার সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় বাজারজাত করা যাবে বলে জানান এ কর্মকর্তা।

এনজে

শেয়ার