বাগেরহাটে বৈশাখী টিভির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি, কেক কাটা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে বাগেরহাট প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৈশাখী টিভির বাগেরহাট সংবাদদাতা খন্দকার আকমল উদ্দিনের সঞ্চালনায় ও প্রেস ক্লাবের সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাগেরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. শাহ আলম ফরাজী, জেলা সহকারী তথ্য অফিসার বিশ্বজিৎ সিকদার, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আসিফ উদ্দিন রাখি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও অন্যান্য সিনিয়র সাংবাদিকরা। এছাড়া সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বৈশাখী টেলিভিশনের ২০ বছরের সফল পথচলার প্রশংসা করে বলেন, এই দীর্ঘ যাত্রা সম্ভব হয়েছে প্রতিষ্ঠানের সকল কর্মীর আন্তরিকতা এবং দর্শকদের ভালোবাসার জন্য। বৈশাখী টিভি ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ এবং দর্শকপ্রিয় অনুষ্ঠান প্রচার করবে।
আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এর আগে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ ডিসেম্বর যাত্রা শুরু করা বৈশাখী টেলিভিশন ২০ বছরে পদার্পণ করেছে। দেশের সংস্কৃতি লালনের অঙ্গীকার নিয়ে টেলিভিশনটি বিভিন্ন বৈচিত্র্যময় অনুষ্ঠান এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে আসছে।
এম জি