Top
সর্বশেষ
ইআরএফের নতুন সভাপতি দৌলত আকতার মালা, সম্পাদক আবুল কাশেম শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই সর্বোত্তম পেতে গিয়ে যেন উত্তমকে হারিয়ে না ফেলি: দেবপ্রিয় ভোটার হওয়ার বয়স ১৭ হওয়া উচিত: প্রধান উপদেষ্টা এক্সপ্রেসওয়েতে তিন গাড়িকে বেপরোয়া বাসের ধাক্কা, নিহত ৫ বাংলাদেশ-চীন সর্ম্পক নতুন উচ্চতায়: পররাষ্ট্র উপদেষ্টা সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যু গাজায় হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় ৪৫ জন নিহত দেশে অবৈধভাবে থাকা বিদেশিদের বিরুদ্ধে ৩১ জানুয়ারির পর ব্যবস্থা

ঢাকায় পরিবেশ বিষয়ক ইনোভেশন সামিট ও পুরস্কার বিতরণ ২৮ ডিসেম্বর

২৭ ডিসেম্বর, ২০২৪ ৭:২৯ অপরাহ্ণ
ঢাকায় পরিবেশ বিষয়ক ইনোভেশন সামিট ও পুরস্কার বিতরণ ২৮ ডিসেম্বর
বাকৃবি প্রতিনিধি :

পরিবেশ সংরক্ষণে উদ্ভাবন এবং সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিবেশ বিষয়ক ইনোভেশন সামিট ও পুরস্কার বিতরণ (Environment Innovation Summit & Awards 2024) শনিবার (২৮ ডিসেম্বর) ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলানায়তনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

জানা গেছে, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আয়োজিত এই সমাবেশে সারাদেশের ৭০টির বেশি পরিবেশ সংগঠনের প্রায় ৩৫০ জন অতিথি, গবেষক, পরিবেশবিজ্ঞানী, পরিবেশকর্মী ও অংশগ্রহণকারীরা উপস্থিত থাকবেন।

মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান রনি জানান, ‘দিনব্যাপী অনুষ্ঠানে থাকবে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশন ও প্যানেল আলোচনা (ইয়্যুথ প্যানেল: টেকসই ভবিষ্যতের জন্য সবুজ প্রজন্মকে ক্ষমতায়ন, জাস্ট এনার্জি প্যানেল – বাংলাদেশে ন্যায্য শক্তি স্থানান্তরে উদ্ভাবনী সমাধান, পরিবেশ ও সাসটেইনেবল প্যানেল- পরিবেশ ও ইনোভেশনে সিএসআর কিভাবে ভূমিকা রাখতে পারে, বিশেষজ্ঞদের প্যানেল – পরিবেশগত উদ্ভাবনী ধারণাগুলিকে কর্মে পরিণত করা) অনুষ্ঠিত হবে। পাশাপাশি পরিবেশ বিষয়ক ব্যতিক্রমী ফ্যাশন শো, পরিবেশ সংক্রান্ত গবেষণাধর্মী জার্নাল ‘প্রকৃতি’ এর উদ্বোধন, কুইজ প্রতিযোগিতা এবং পরিবেশ ও ক্লাইমেট সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের, দল ও সংস্থাগুলোর সম্মাননা জানিয়ে পুরস্কৃত করসহ নানা আয়োজন থাকবে।’

উল্লেখ্য, Catch Bangladesh এর উপস্থাপনায় এবং মিশন গ্রিন বাংলাদেশ ও জেসিআই ঢাকা মেট্রোর যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের সহযোগিতা করছে সানফাই ফার্নিচার। স্ট্রাটেজিং পার্টনার হিসাবে থাকছে সেন্টার ফর অ্যাটমসফেরিক স্টাডিজ (CAPS), অ্যাকশন ফর বেটার ক্লাইমেট, স্বপ্ন ৭১ প্রকাশন। সহ-আয়োজক হিসাবে থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি, হেল্প দ্যা ফিউচার, বিডিইনভায়রনমেন্ট ডটকম, ইয়ুথ প্লাটফর্ম ফর সাসটেইনএবল ডেভোলপমেন্ট। নলেজ পার্টনার হিসাবে আছে দ্যা আর্থ, বাংলাদেশ ইয়ুথ সোসাইটি।

এম জি

শেয়ার