Top
সর্বশেষ
তরুণ প্রজন্মের ত্যাগকে বৃথা হতে দেওয়া যাবে না: উপদেষ্টা সাখাওয়াত ৫২-৫৩ বছরেও ভালোবাসাময় দেশ গড়তে না পারা ব্যর্থতা: মির্জা ফখরুল বাংলাদেশ নিয়ে কাউকে ষড়যন্ত্র করতে দেয়া হবে না: জামায়াত আমীর ইসরায়েলের বিমান হামলায় ফের গাজায় নিহত ৭১ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত নাইমুল ইসলাম খানের ১৬৩ ব্যাংক হিসাবে ৩৮৬ কোটি টাকা জমা এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত ২ ২০২৪ সালে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা ৫৬৩৪ কোটি টাকা সাত দেশ থেকে ১৪ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল কিনবে সরকার গোয়েন্দা সংস্থার সুপারিশে ৪৩তম বিসিএসে ২২৭ জন বাদ পড়েন: জনপ্রশাসন মন্ত্রণালয়

ব্যাংকে অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদারের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

৩১ ডিসেম্বর, ২০২৪ ৮:২০ অপরাহ্ণ
ব্যাংকে অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদারের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
নিজস্ব প্রতিবেদক :

বড় দুর্ঘটনা এড়াতে দেশের ব্যাংকগুলোয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অতি গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে ব্যাংকসমূহ তাদের ব্যবসা কেন্দ্রসহ নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে হবে। প্রয়োজনে নিরাপত্তা ব্যবস্থার ত্রুটিবিচ্যুতি নিরূপণপূর্বক সুপারিশ দেওয়ার জন্য নির্দিষ্ট বিশেষজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়োগের কথাও বলা হয়।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দেয়।

নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক জানায়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় জীবন, সম্পদ ও গুরুত্বপূর্ণ দলিলাদির ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হচ্ছে। এরূপ পরিস্থিতিতে তফশিলি ব্যাংকসমূহের ব্যবসা কেন্দ্রসহ সব স্থাপনার অগ্নিকাণ্ড প্রতিরোধের জন্য ব্যাংকে অগ্নি নির্বাপক ব্যবস্থা জোরদার করতে হবে। প্রয়োজনে বিশেষজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটিবিচ্যুতি নিরূপণপূর্বক সুপারিশ প্রদানের জন্য নির্দিষ্ট বিশেষজ্ঞ টিম নিয়োগ করতে হবে।

বলা হয় স্মোক ও হিট ডিটেকশন সিস্টেম, ফায়ার অ্যালার্ম ও অগ্নি নির্বাপণ ব্যবস্থা কার্যকর রয়েছে কি না তা পরীক্ষণপূর্বক অগ্নিকাণ্ড প্রতিরোধের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্মোক ও হিট ডিটেকশন সিস্টেম এবং ফায়ার অ্যালার্ম কার্যকরকরণ; ফায়ার হাইড্রেন্ট, স্প্রিংকলার হেড ও ফায়ার এক্সটিংগুইসার স্থাপন; অগ্নি নির্বাপণ অনুশীলন আয়োজন এবং সচেতনতামূলক প্রশিক্ষণ আয়োজন; এবং অগ্নি নির্বাপণ ব্যবস্থা পরীক্ষণের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর বা বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের মাধ্যমে সার্ভে করতে তাদের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা।

ব্যাংকের স্পর্শকাতর স্থানসমূহে (সার্ভার কক্ষ ও প্রধান কার্যালয়ের আইটিসহ গুরুত্বপূর্ণ বিভাগসমূহ) বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ব্যাংকের প্রধান কার্যালয়সহ শাখা অফিসসমূহের গুরুত্বপূর্ণ স্থানসমূহ সার্বক্ষণিক সিসি ক্যামেরায় পর্যবেক্ষণের আওতায় রাখতে হবে।

বিএইচ

শেয়ার