সারা দেশে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মোট ১৪ হাজার বাস ও ট্রাক ফিটনেসবিহীন বলে জানিয়েছে সংস্থাটি। ফিটনেসবিহীন এসব বাস ও ট্রাকগুলোকে আগামী মে মাস থেকে সড়কে আর চলতে দেওয়া হবে না বলেও জানানো হয়।
বুধবার (০১ জানুয়ারি) রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিভাগীয় কার্যালয়ের ভিআইসি সেন্টারের সভাকক্ষে এক মতবিনিময় এ তথ্য জানানো হয়।
বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসীন বলেন, ফিটনেসবিহীন এ সব যানবাহনগুলো চালানোর জন্য আর কোনো সুযোগ দেওয়া হবে না। নতুন বাস আনার জন্য বাস মালিকরা সহজ শর্তে ঋণ চেয়েছেন।
তিনি বলেন, বিআরটিএ এই অনুরোধের বিষয়ে সরকারকে অবহিত করেছে এবং সরকার ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে ঋণ প্রদানের সুবিধা দেবে।
এক প্রশ্নের জবাবে বিআরটিএ পরিচালক শিতাংশু শেখর বলেন, স্বাধীনতার পর থেকে সমস্ত নিবন্ধিত যানবাহনের ডাটা বিআরটিএ সার্ভারে রেকর্ড এবং সংরক্ষণ করা হয়েছে। সারা দেশে বিআরটিএর অনুমোদিত প্রায় ১৪ হাজার বাস এবং ট্রাকের আয়ুষ্কাল অতিক্রম হয়েছে।
বিএইচ