যেই সংবিধান ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেনি, সেই সংবিধান বাংলাদেশের জনগণ মানে না উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ছাত্র-জনতা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান কেন দিতে হলো?- যদি এই সংবিধান ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারতো তাহলে জাতি ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করতো না।
স্বাধীনরা ৫৪ বছরেও জনগণের প্রত্যাশা কেন পূরণ হয়নি প্রশ্ন রেখে তিনি বলেন, কারণ জনগণের মতামতের ভিত্তিতে বাংলাদেশের সংবিধান লেখা হয়নি। বাংলাদেশের সংবিধান জোড়াতালি দেওয়া সংবিধান। স্বাধীন দেশের সংবিধানে বৃটিশদের আইন থাকতে পারে না। প্রচলিত সংবিধানের সিংহভাগ আইন বৃটিশ তৈরি আইন। পরবর্তীতে যারা যখন ক্ষমতায় বসেছে, সুযোগ পেয়েছে তারা তাদের সুবিধামতো সংবিধান লেখে নিয়েছে। যেখানে জনগণের কোন মতামতের মূল্যায়ণ করা হয়নি।
বুধবার (১ জানুয়ারী) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণশক্তি সভার উদ্যোগে আয়োজিত রাষ্ট্র সংস্কার আকাঙ্ক্ষা ও সংবিধান শীর্ষক মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, যারা ৭২’র সংবিধান রক্ষা করতে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, তারা মূলত আওয়ামী লীগের মতই ক্ষমতা দখল করে এই সংবিধানের দোহাই দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে। তারা ছাত্র-জনতার ঐক্যের মধ্যে ফাঁটল ধরাতে চায়। যে কোন অপপ্রচার ও ষড়যন্ত্র রুখেঁ দিতে তিনি ছাত্র-জনতাকে ঐক্যবন্ধ থাকার আহ্বান।
ড. হেলাল উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের চিকিৎসার দায়িত্ব পালনের পাশাপাশি বহু পরিবারের দায়িত্বভার গ্রহন করেছে। মিষ্টার পিনাকী ভট্টাচার্যও মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি ছাত্র-জনতার আন্দোলনে দুই শহীদ পরিবারের দায়িত্ব নিজ কাঁধে তুলে নেওয়ার মাধ্যমে নিজেকে একজন দেশপ্রেমিক ও মানবিক নাগরিক হিসেবে পরিচয় দিয়েছেন। তার মতো সমাজের বিত্তবানদের উচিত দু’একটা পরিবারের দায়িত্ব গ্রহন কররা। পিনাকী ভট্টাচার্য এই আদর্শ পেয়েছেন বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে। এদেশে প্রতিটি মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী উল্লেখ করে
তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্র যতই আমাদের এই সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করুক না কেন আমরা আমাদের এই সম্প্রীতি অটুট রাখবো। তিনি আরো বলেন, ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানী বাংলাদেশ ভূখন্ড ছিনিয়ে নিয়েছে এই ভূখন্ড ছিল পৃথিবীর অন্যতম প্রাকৃতিক সম্পদের নীলাভূমি। আর শেখ হাসিনা ৫ আগস্ট পালিয়ে যাওয়ার সময় এদেশের মানুষের ঘাড়ে ১৫ লাখ ৫৮ হাজার ২০৬ কোটি টাকার ঋণ রেখে যায়। রিজার্ভ ছিল তলানীতে।
যারা ২০১৪ সালে ভোটার বিহীন নির্বাচন, ২০১৮ সালে দিনের ভোট রাতে এবং ২০২৪ সালে ডামি নির্বাচন সম্পন্ন করতে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সহযোগিতা করেছে তাদের স্বপদে বহাল রেখে একটি সুষ্ঠ নির্বাচন কল্পনাও করা যায় না। এদেরকে প্রশাসন থেকে সরিয়ে সংস্কার করতে হবে। তারপর নির্বাচন দিলে সুষ্ঠু নির্বাচন আশা করা যায়। ফ্যাসিবাদের দোসরদের এক মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয়ে সরিয়ে নিলে হবে না। তাদেরকে বাধ্যতামূলক অব্যাহতি দিয়ে ফ্যাসিবাদমুক্ত প্রশাসন গঠন করতে হবে। নতুবা এরা ছাত্র-জনতার বিপ্লব ব্যর্থ করার চেষ্টায় সফল হয়ে যাবে।
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রফেসর ড.সৈয়দ আব্দুল আজিজের সভাপতিত্বে ও গণশক্তি সভার পরিচালক সাদেক রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট আকবর হোসেন, প্রফেসর ডক্টর দেওয়ান সাজ্জাদ, জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী মোহাম্মদ কামাল হোসাইন, কবি মনির ইউসুফ, বিশিষ্ট গবেষক আলাউদ্দিন কামরুল, লালন গবেষক এলাহি মাসুদ প্রমূখ।
এম জি