শেরপুর জেলার শ্রীবরদী সীমান্তের খাড়ামোড়া পাহাড়ি গ্রাম থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ ১৩ বোতল মদসহ ১ মাদক কারবারিকে শ্রীবরদী থানা পুলিশ গ্রেপ্তার করেছে ।
ধৃত মাদক ব্যবসায়ী মনোহর( ৩৫) শ্রীবরদী উপজেলার উত্তর ঘোনাপাড়া গ্রামের আবু বক্কর উরফে চিনির ছেলে।
পুলিশ জানায়, মাদকমুক্ত শেরপুর জেলা গড়ার প্রত্যয়ে পুলিশ সুপার আমিনুল ইসলামের নির্দেশে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার জাহিদের নেতৃত্বে এসআই জালাল উদ্দিন, এএসআই সেলিম উদ্দিন সঙ্গীয় পুলিশের একটি আভিযানিক দল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার সীমান্ত জনপদের ভারত সীমান্ত ঘেষা খাড়ামোড়া পাহাড়ী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাতব্বর আলীর বাড়ি থেকে প্লাস্টিকের একটি বাজারের ব্যাগ থেকে ১৩ বোতল ভারতীয় মদসহ মনোহর কে আটক করেন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে স্থানীয় সীমান্ত জনপদের মাদক ব্যবসায়ী খাড়ামোড়া গ্রামের নুর ইসলামের ছেলে ইমান আলী (৩৫)ও মাতাব্বরের ছেলে বাবু ওরফে কালা বাবু (৩০) পালিয়ে যায়।
এ ঘটনায় ধৃত মনোহর ও তার ২ সহযোগী ইমান আলী, বাবু ওরফে কালা বাবুর বিরুদ্ধে এসআই জালাল উদ্দিন বাদী হয়ে শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।
শ্রীবরদী থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই)জালাল উদ্দিন বুধবার দুপুরে বলেন, দীর্ঘদিন থেকেই খাড়ামোড়া গ্রামের একটি সঙ্ঘবদ্ধ চক্র পার্শ্ববর্তী ভারত থেকে চোরাই পথে মাদক এনে গোপনে বিক্রি করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতেই মঙ্গলবার বিকেলে আমরা অভিযান চালাই।
পালিয়ে যাওয়া অপর ২ মাদক ব্যবসায়ী ইমান আলী ও বাবু ওরফে কালা বাবুকে অচিরেই গ্রেপ্তার করা হবে। ধৃত মনোহরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে বুধবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার জাহিদ ঘটনার সত্যতা স্বীকার করে বুধবার বিকেলে বলেন, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছে।
সীমান্ত এলাকায় মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করে অবিলম্বে তাদের আইনের আওতায় আনা হবে। মাদক ব্যবসায়ীরা যতই প্রভাবশালী হোক না কেন তাদের কোন ছাড় দেয়া হবে না।
এম জি