বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি করেছে সরকারি বিএম কলেজ ছাত্রদল।
আজ বুধবার ওয়ালিদ বিন সালাউদ্দিন ও রাকিব তালুকদারের নেতৃত্বে বিশাল শোডাউন ও র্যালি অনুষ্ঠিত হয়। তাদের নেতৃত্বে নেতাকর্মীরা র্যলি দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
এসময় বিএম কলেজ ছাত্রদলের সভাপতি প্রত্যাশী রাকিব তালুকদার ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী ওয়ালিদ বিন সালাউদ্দিন বক্তব্য রাখেন।
সালাউদ্দিন বানিজ্য প্রতিদিনকে বলেন, আমরা ছাত্রদল সবসময় ঐক্যবদ্ধভাবে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে যাব। আমাদের নেতা তারেক রহমানের দেশ গঠনের ৩১দফা সবার কাছে পৌঁছে দিব। ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ সুন্দর স্বাভাবিক রাখতে কাজ করে যাব।
এছাড়া উপস্থিত অনেক নেতাকর্মীই এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
বিএইচ