বাগেরহাটে নতুন বছরের প্রথম দিনেই বই পায়নি বেশিরভাগ শিক্ষার্থী। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রথম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত বিপুল পরিমাণ শিক্ষার্থীরা বই পাওয়ার কথা থাকলেও, শিক্ষার্থীদের কাছে বই পৌঁছাতে পারেনি শিক্ষা বিভাগ।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, বাগেরহাটে ১১৬২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বেসরকারি কিন্ডার গার্টেন ও বিশেষায়িত স্কুলের প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা সব বই পেয়েচে। আর তৃতীয় শ্রেনির শিক্ষার্থীরা পেয়েছে শুধুমাত্র খ্রীষ্টান ধর্মের বই। প্রদান করা মোট বইয়ের সংখ্যা এক লাখ ৮৮ হাজার ৯৭৩টি।যা চাহিদার মাত্র ২৬শতাং। প্রাথমিক পর্যায়ের এখনও ৭৪ শতাং শিক্ষার্থী নতুন বই পায়নি। সে হিসেবে তৃতীয়, ৪র্থ ও ৫ম শ্রেনির শিক্ষার্থীরা কোন বই পায়নি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার বলেন, এখনও ৭৪% শিক্ষার্থী নতুন বই পায়নি। তবে আমরা দ্রুততম সময়ে বই সরবরাহের চেষ্টা করছি।
এদিকে মাধ্যমিক পর্যায় অর্থ্যাৎ ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণি, মাদরাসা, কারিগরি বিভাগের বেশিরভাগ শিক্ষার্থীরা বই পায়নি। বুধবার (০১ জানুয়ারি) দুপুর নাগাদ বাগেরহাটে শুধুমাত্র ষষ্ঠ শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বই পৌছেছে। অন্য কোন শ্রেণির কোন বই জেলায় এখনও পৌঁছায়নি।তবে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী ও বইয়ের চাহিদার সঠিক সংখ্যা জানাতে পারেননি জেলা শিক্ষা অফিস।
বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান বলেন, আমরা শুধুমাত্র মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বই পেয়েছি। বইয়ের সংখ্যা এখনই বলা যাচ্ছে না। এছাড়া মাদরাসা ও কারিগরি বিভাগের কোন বই এখনও পাইনি।
বিএইচ