Top

বিএসইসিতে যোগ দি‌লেন নতুন কমিশনার আব্দুল হালিম

০২ জুন, ২০২০ ১:০৭ অপরাহ্ণ
বিএসইসিতে যোগ দি‌লেন নতুন কমিশনার আব্দুল হালিম

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হি‌সা‌বে নিয়োগ পে‌য়ে‌ছেন সা‌বেক শিল্প সচিব আব্দুল হালিম।

মঙ্গলবার (০২ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

নি‌য়োগ পাওয়ার পরই তি‌নি বি‌কেল ৩টার দি‌কে বিএসই‌সি‌তে যোগ দিয়ে‌ছেন।

এ বিষয়ে যোগাযোগ করলে সদ্য নিয়োগ পাওয়া বিএসইসি’র কমিশনার আব্দুল হালিম  বলেন, ‘আজ কাজে যোগ দিয়েছি।’

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩ এর ধারা ৫ ও ৬ এর বিধান প্রতিপালন করতে মো. আব্দুল হালিমকে ৪ বছর মেয়াদের জন্য বিএসইসির কমিশনার হিসাবে নিয়োগ করা হলো।

জানা গেছে, সা‌বেক শিল্প সচিব আব্দুল হালিম গত ২৮ মে থেকে অবসরে গেছেন। তিনি এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসডিজি বিভাগের ডিজি হিসাবে দায়িত্ব পালন করেছেন।

সরকা‌রের পক্ষ থে‌কে নতুন ক‌মিশনার ‌নি‌য়োগ দেওয়ার ফ‌লে বিএসই‌সি দুই বছর পর পূর্ণাঙ্গ ক‌মিশ‌নে রূপ পেয়ে‌ছে।

এর আ‌গে গত ১৭ মে নি‌য়োগ পে‌য়ে‌ছেন বিএসই‌সির নতুন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম।  ওই‌দিনই বি‌কে‌লেই তিনি বিএসই‌সিতে যোগ দেন।  আর গত ২০ মে ক‌মিশনার হিসা‌বে নি‌য়োগ পে‌য়ে‌ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. শেখ শামসুদ্দীন আহমেদ এবং একই বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন্স সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান।  তারা দু’জ‌নেই ওইদিন বিকেলে বিএসইসিতে যোগ দিয়েছেন।

শেয়ার