Top

সোমবার থেকে তিন দিনের বিধিনিষেধের প্রজ্ঞাপন জারি

২৭ জুন, ২০২১ ৫:৩৪ অপরাহ্ণ
সোমবার থেকে তিন দিনের বিধিনিষেধের প্রজ্ঞাপন জারি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী সোমবার (২৮ জুলাই) থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনের জন্য সীমিত পরিসরে বিধিনিষেধের ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (২৭ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ লকডাউন দিয়ে এই প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া গণপরিবহন বন্ধ। আইনশৃঙ্খলা বাহিনী টহলের মাধ্যমে তা নিশ্চিত করবে।

মার্কেট, দোকানপাট, শপিং মল বন্ধ। বিনোদনকেন্দ্র, পর্যটন স্পট, রিসোর্ট বন্ধ।

হোটেল রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শুধু খাবার বিক্রি করতে পারবে।

সরকারি-বেসরকারি অফিস প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে নিজস্ব ব্যবস্থাপনায় আনা-নেওয়া করতে হবে।

মাস্ক পরার জন্য প্রচার-প্রচারণা চালাতে হবে, প্রয়োজনীয় ক্ষেত্রে আইনি ব্যবস্থা নিতে হবে।

আগামী সোমবার (২৮ জুন) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা পর্য‍ন্ত এসব নির্দেশনা মানতে হবে।

শেয়ার