Top

গীতিকার ফজল-এ-খোদা আর নেই

০৪ জুলাই, ২০২১ ১১:১৯ পূর্বাহ্ণ
গীতিকার ফজল-এ-খোদা আর নেই

‘সালাম সালাম হাজার সালাম’ গানের গীতিকার ফজল-এ-খোদা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার ভোর ৪টায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ফজল-এ-খোদা মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন তাঁর ছেলে সজীব ওনাসিস।

পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ফজল-এ-খোদার বড় ছেলে করোনায় আক্রান্ত হন। এরপর গত ২৯ জুন করোনা পরীক্ষায় ফজল-এ-খোদা ও তার স্ত্রীর রিপোর্ট পজিটিভ আসে। প্রথমে বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তারা। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় চিকিৎসকের পরামর্শে গত ৩০ জুন হাসপাতালে ভর্তি করা হয় প্রখ‌্যাত এ গীতিকারকে।

সজীব ওনাসিস জানিয়েছেন, রায়েরবাজার কবরস্থানে দাফন করা হবে ফজল-এ-খোদাকে। তিনি দীর্ঘদিন কিডনি জটিলতা ও ডায়াবেটিসে ভুগছিলেন। শেষে করোনায় আক্রান্ত হন।

তাঁর লেখা জনপ্রিয় গানের তালিকায় রয়েছে, ‘যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে’, ‘ভালোবাসার মূল্য কত আমি কিছু জানি না’, ‘কলসি কাঁধে ঘাটে যায় কোন রূপসী’, বাসন্তী রং শাড়ি পড়ে কোন রমণী চলে যায়’, ‘আমি প্রদীপের মতো রাত জেগে জেগে’, ‘প্রেমের এক নাম জীবন’, ‘ভাবনা আমার আহত পাখির মতো’র মতো অসংখ্য গান।

কবি হিসেবেও ফজল-এ-খোদার খ্যাতি ছিল, ছিলেন বাংলাদেশ বেতারের পরিচালকও।

শেয়ার