Top

নীতিমালা অনুমোদনের অপেক্ষায় ব্রোকারদের ‘ডিজিটাল আউটলেট’

০৪ নভেম্বর, ২০২০ ১১:৩৪ পূর্বাহ্ণ

পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে দেশে-বিদেশে ব্রোকারেজ হাউজের ‘ডিজিটাল আউটলেট’ বা ‘ডিজিটাল বুথ’ খোলার উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এরই ধরাবাহিকতায় বিএসইসি এ সংক্রান্ত খসড়া নীতিমালা তৈরি করেছে। নীতিমালাটি যাচাই-বাছাই শেষে শিগগিরই অনুমোদন দেওয়া হবে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

ইতোমধ্যে ডিজিটাল আউটলেটের জন্য বিভিন্ন ব্রোকারেজ হাউজের বেশকিছু আবেদন জমা পড়েছে। প্রতিদিনই এ সংক্রান্ত আবেদন জমা পড়ছে। এ নীতিমালা অনুমোদন হলেই, দ্রুত ‘ডিজিটাল আউটলেট’ বা ‘ডিজিটাল বুথ’ স্থাপনের সম্মতি দেওয়া হবে।

বিএসইসি মনে করে, ডিজিটাল বুথ চালু হলে দেশে ও বিদেশে অবস্থানরত অনেক বিনিয়োগকারী পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ পাবেন। বিনিয়োগকারী বাড়লে পুঁজিবাজারে লেনদেন বাড়বে। আর লেনদেন বাড়লে পুঁজিবাজারে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর (ইন্টারমিডিয়ারিজ) আয় বাড়ার পাশাপাশি সক্ষমতা বাড়বে। আর ইন্টার্মেডিয়ারিজগুলোর সক্ষমতা বৃদ্ধি পেলে পুঁজিবাজারে স্থিতিশীলতা রক্ষায় সহায়ক হবে।

জানা গেছে, বিদেশে অবস্থান করা অনেক সম্পদশালী বাংলাদেশী রয়েছেন। যাদের প্রচুর অলস অর্থ রয়েছে। কিন্তু তারা বিনিয়োগ করার মতো কোন জায়গা খুঁজে পাচ্ছে না। তাদের ওই সঞ্চিত পুঁজি পুঁজিবাজারের মাধ্যমে দেশের শিল্পায়নে কাজে লাগাতে চায় সরকার। তাই বিদেশে অবস্থানরত বিনিয়োগকারীদের বিনিয়োগের সুযোগ করে দিতে ডিজিটাল আউটলেট বা বুথ চালু করার বিষয়ে ভাবছে বিএসইসি। এতে প্রবাসীরা সরাসরি পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ পাবেন এবং নিজের বিনিয়োগ নিজেই পরিচালনা করতে পারবেন।

এছাড়া দেশে স্থানীয় ভাবে যেসব এলাকায় বিনিয়োগকারীর থাকার সম্ভাবনা বেশি রয়েছে, সেখানেই বুথ বসানো হবে। সেখানকার বিনিয়োগকারীদের সবার আগে ডিজিটাল বুথের আওতায় আনায় প্রাধান্য দেয়া হবে। এ জন্য বিভিন্ন ইপিজেড এলাকা ও ছোট-বড় বিভিন্ন বাণিজ্য নগরীতে বুথ স্থাপনের বিষয়ে ভাবছে বিএসইসি।

বিএসইসি সূত্রে জানা গেছে, প্রবাসী বাংলাদেশীদের সরাসরি লেনদেনের সুযোগ করে দেওয়া হলে তারা পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী হবেন। এক্ষেত্রে ডিজিটাল আউটলেটে প্রবাসী বিনিয়োগকরী অর্থ জমা দিলেই ওইদিনই দেশে অবস্থিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে লেজার হিসাবে তা অন্তর্ভুক্ত হবে। ফলে খুব সহজেই বিনিয়োগকারীরা সরাসরি পুঁজিবাজারে লেনদেন করতে পারবেন। একইভাবে তারা সহজেই অর্থ দেশের বাইরে নিতে পারবেন। যেদিন তারা অর্থ জমা দেবেন সেদিনের মুদ্রা বিনিময় হার প্রযোজ্য হবে। এক্ষেত্রে বিদেশ থেকে অর্থ জমা ও উত্তোলনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করে বিএসইসির পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

এছাড়া ডিজিটাল বুথের মাধ্যমে দেশের পুঁজিবাজারে তালিভুক্ত সকল কোম্পানির শেয়ার লেনদেন করার সুযোগ দেওয়া হবে কি-না সে বিষয়টিও গুরুত্বসহকারে ভাবছে কমিশন। তবে প্রাথমিক অবস্থায় মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি, নিয়মিত এজিএম করে লভ্যাংশ প্রদান করে এবং যেসব কোম্পানির শেয়ার দর যৌক্তিক পর্যায়ে রয়েছে- এমন কোম্পানিগুলোকে ডিজিটাল আউটলেটের মাধ্যমে লেনদেনের সুযোগ দেওয়া হতে পারে। আর একাধিক ডিজিটাল বুথ স্থাপনের বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মূলধনের সঙ্গে সঙ্গতি রেখে অনুমোদন দেওয়া হতে পারে।

একইসঙ্গে ডিজিটাল আউটলেটের মাধ্যমে শেয়ার কেনা-বেচায় মার্জিন ঋণ সুবিধা দেওয়া হবে কি-না, সে বিষয়টিও যাচাই করা হচ্ছে। আর ডিজিটাল বুথ ব্যবহারের ক্ষেত্রে অনলাইনে বিও হিসাব খোলা যায় কি-না সে বিষয়টিও ভাবছে বিএসইসি।

তবে দেশের অভ্যন্তরে ডিজিটাল আউটলেট স্থাপনের ক্ষেত্রে বিনিয়োগকারীদের বিনিয়োগ সুরক্ষার বিষয়টি গুরুত্ব দেয়া হবে। এর জন্য প্রথমে তাদের ফাইন্যান্সিয়াল লিটেরেসির আওতায় সচেতন করা হবে। এরপরই ডিজিটাল আউটলেট চালু করারে বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএসইসি।

সর্বপরি ডিজিটাল বুথ চালুর ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ক্রাইম রোধে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ লেনদেন নিষ্পত্তি হবে। এক্ষেত্রে ডিজিটাল বুথে কোন প্রকার নগদে লেনদেনের সুযোগ রাখা হবে না।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, ডিজিটাল বুথ চালু হলে দেশে ও বিদেশে অবস্থানরত বিনিয়োগকারীরা পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ পাবেন।

এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক বলেন, ডিজিটাল আউটলেটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের পুঁজিবাজারে বিনিয়োগের সুয়োগ করে দেওয়াটা ইতিবাচক উদ্যোগ। এতে পুঁজিবাজারে বিনিয়োগকারীর সঙ্গে লেনদেন বাড়বে। ইতোমধ্যে বিএসইসি ও ব্রোকারদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছে ডিএসই। এটা পুঁজিবাজারের জন্য ইতিবাচক হবে।

প্রসঙ্গত, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর দেশে-বিদেশে অবস্থানরত বিনিয়োগকারীদের সঙ্গে পুঁজিবাজারে সম্পৃক্ততা বাড়াতে ডিজিটাল বুথ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।

শেয়ার