Top

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু

০৫ জুলাই, ২০২১ ১১:০৪ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। সোমবার (৫ জুলাই) সকালে সাতক্ষীরা মেডিক্যাল কলেজের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মানস কুমার মণ্ডল জানান, রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৩৭১ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭৫ জন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮৯ জনের নমুনা পরীক্ষা শেষে ৫১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ শতাংশ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার জানান, জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৭৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৬১৯ জন। বর্তমানে জেলায় ৮৫৯ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এর মধ্যে মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ২১ জন ও বেসরকারি হাসপাতালে ১৪ জন চিকিৎসাধীন রয়েছেন। বাকী ৮২৪ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

ডা. জয়ন্ত কুমার সরকার আরও জানান, এছাড়া ভাইরাসটির উপসর্গ নিয়ে মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ২৬৪ জন ও বেসরকারি হাসপাতালে আরও ১৪৮ জন ভর্তি রয়েছেন।

শেয়ার