মহামারি করোনাভাইরাসে থাবা পুরো বিশ্বকে স্তমিত করে দিয়েছে। মানুষ বৈশ্বিক মহামারি করোনা থেকে বাঁচতে কি উপায় অবলম্বন করবে সে নিয়ে ভাবতে-ভাবতেই চলে গেছে দীর্ঘ সময়। ২০১৯ সালের ডিসেম্বরে চীনে নভেল করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়। চীনের উহান থেকে করোনাভাইরাসের সংক্রামণ ছড়িয়ে পরে আস্তে আস্তে পুরো বিশ্বে। করোনার সংক্রমণ যখন বিশ্বের অবস্থা নাজেহাল। এর ঠিক দীর্ঘ নয় মাসের মাথায় করোনার প্রতিষেধক টিকা অবিষ্কার করে রাশিয়া। এরই মধ্যে বিশ্বের অর্থনীতিতে আসে নানা পরিবর্তন। নানা পরিবর্তনের সঙ্গে বাংলাদেশের শ্রমবাজারে আসে ভিন্ন রূপ।
লাল সবুজের এ ভূখণ্ডে করোনাভাইরাস হানা দেয় গত বছরের ৮ মার্চ। এর পরই ক্রমে ক্রমে বাড়তে থাকে এ ভাইরাসের সংক্রমণ। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় দেশব্যাপী ও অঞ্চলভিত্তিক বিভিন্ন মেয়াদে লকডাউন কার্যকর করা হয়। যার কারণে বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রমের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টিতে এবং বিভিন্ন খাতে নিয়োজিত মানুষের জীবিকায় নেতিবাচক প্রভাব পড়ে।
বাংলাদেশ সরকারের এটুআই কর্তৃক প্রকাশিত “পোস্ট কোভিড-১৯ জবস অ্যান্ড স্কিল ইন বাংলাদেশ” শীর্ষক রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাতগুলো হলো অনানুষ্ঠানিক অর্থনীতি, তৈরি পোশাক শিল্প, জুতা ও চামরাজাত পণ্য, নির্মাণ খাত এবং ক্ষুদ্র ব্যবসা। ওই রিপোর্টে আরও পাওয়া যায় করোনায় বাংলাদেশে অনানুষ্ঠানিক খাতে কর্মরত দুই কোটি মানুষ সাময়িকভাবে বেকার হয়ে পড়েছে যার মূলত নিম্ন আয় ও শ্রম-ঘন কিংবা অস্থায়ী কাজের সঙ্গে জড়িত।
করোনায় বৈশ্বিক অর্থনীতির অগ্রগতিতে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে । শুধুমাত্র জি -২০ দেশসমূহে করোনা মহামারির শুরুর গত বছরের (ফেব্রুয়ারি- এপ্রিল) প্রথম দুই মাসে শিল্প উৎপাদন প্রায় ২৮ শতাংশ কমে গেছে। এ ধরনের পরিস্থিতিতে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য বিশ্বের প্রায় সকল দেশের সরকার ও কেন্দ্রীয় ব্যাংক তাদের রাজস্ব ও মুদ্রানীতিতে প্রয়োজনীয় পরিবর্তন ও অন্যান্য নীতি সহায়তা প্রদানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে ।
তবে বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি প্রকট আকার ধারন করায় আন্তর্জাতিক দেশগুলোতে যাতায়াতে নিষেধাজ্ঞার পাশাপাশি নিজেদের দেশে লকডাউনও আরোপ করে । ফলে একদিকে যেমন অনেক ব্যবসা-বাণিজ্য ক্ষতির সম্মুখীন হয়, অন্যদিকে শ্রমশক্তির একটা বিরাট অংশ কর্মহীন হয়ে পড়ে বা অনেকের কর্মসংস্থান হুমকির মুখে পড়ে । আন্তর্জাতিক শ্রম সংস্থার ( আইএলও ) হিসেব অনুযায়ী করোনার কারণে বিশ্বের অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত লোকজনের জীবিকা হুমকির মুখে পড়েছে, যা কিনা বিশ্বের মোট শ্রমশক্তির প্রায় অর্ধেক।
করোণায় অর্থনীতি হুমকির মুখে ফেলে দিলেও এ ভাইরাসের কারণে বাংলাদেশে কর্মসংস্থানের নতুন ক্ষেত্রেরও উদ্ভব হয়েছে । প্রথমত চিকিৎসা চাহিদা ও সরঞ্জামাদি প্রভৃতির প্রয়োজন ও ব্যবহার ব্যাপক বৃদ্ধি পেয়েছে। দেশে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যসেবা কর্মীদের চাহিদাও বৃদ্ধি পেয়েছে । ফলে স্বাস্থ্যসেবা খাতে আরও বেশি চিকিৎসক, নার্স, প্যাথলজিস্টস্ টেকনিশিয়ান, আইটি বিশেষজ্ঞ, ডাটা ম্যানেজার ইত্যাদি ক্ষেত্রে চাকরির চাহিদা বেড়েছে ।
দ্বিতীয়ত, আইসিটি এবং ই-কমার্সের ক্রমবর্ধমান বিকাশ আগামী দিনে অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। তৃতীয়ত, আমাদের প্রক্রিয়াজাত কৃষিপণ্যের বাজারেও প্রচুর সম্ভাবনা রয়েছে। সবশেষে, লকডাউনের মাঝে রেস্তোরাঁ ও হাটেলগুলো। হোম-ডেলিভারি সার্ভিস প্রদান করছে। অন্যান্য ব্যবসা ও অনলাইনে তাদের ব্র্যান্ড ইমেজ উন্নত করার চেষ্টা করছে ও বিজ্ঞাপনী সংস্থা এবং ডিজিটাল বিপণনকারীদের সহায়তা নিচ্ছে। যার কারণে ডিজিটাল বিপণন পরামর্শক, ডিজিটাল কন্টেন্ট নির্মাতা, সোশ্যাল মিডিয়া সমন্বয়কারী, কন্টেন্ট ডিজাইনার, ডিজিটাল ব্র্যান্ডিং ম্যানেজার এবং ডিজিটাল ক্যাম্পেইন ম্যানেজারের মতো কাজের নতুন ক্ষেত্র তৈরি হয়েছে ।
অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলেন, কোভিড এ পরিস্থিতিতে বাংলাদেশের শ্রমবাজারকে আরো সামনে এগিয়ে নিতে হলে সমন্বিত কর্মসংস্থান ও প্রশিক্ষণ নীতিমালা প্রয়োজন যা আমাদের দেশের জনশক্তিকে আরো দক্ষ ও আধুনিক প্রযুক্তিতে জ্ঞানসম্পন্ন করে তুলবে । তাই সরকারি ও বেসরকারি উদ্যোগে উন্নতমানের কারিগরি শিক্ষার বিস্তার ত্বরান্বিত করা প্রয়োজন।
তারা বলেন, প্রশিক্ষণের ব্যবস্থা এমন হওয়া প্রয়োজন যার ফলে কর্মীরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে সক্ষম হন এবং সহজে এক কর্মক্ষেত্র থেকে অন্য কর্মক্ষেত্রে ভালো করতে পারে- ফলে বেকারত্বের কমে আসবে। সরকারকে উদ্যোক্তা তৈরি , আত্মকর্মসংস্থানের আরো সুযোগ সৃষ্টি করতে হবে এবং জাতীয় যুব কর্মসংস্থান পরিকল্পনা করতে হবে যাতে স্বল্পশিক্ষিত এবং অপেক্ষাকৃত কম যোগ্যতাসম্পন্ন যুবকেরা জীবিকা নির্বাহের সুযোগ পেতে পারেন।
বাংলাদেশ শ্রম-বাজারে সার্বিক চিত্র নিয়ে বিশেষজ্ঞরা মনে করেন, ২০১৯ সালে বাংলাদেশ থেকে যেসকল শ্রমিক র্বিশ্বের শ্রমবাজারে নিয়োজিত হয় তাদের প্রায় ৪৮.৫ শতাংশ ছিল আধা-দক্ষ অথবা অদক্ষ। যার কারণে চতুর্থ শিল্পবিপ্লবের যুগে বিভিন্ন দেশের শ্রমবাজারে শ্রমিকের চাহিদার ধরনের যে পরিবর্তনে এসেছে সে অনুযায়ী বিদেশে অভিবাসন প্রত্যাশী কর্মীদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তাছাড়া অতি জরুরি বিবেচনায় বিদেশে অভিবাসন প্রত্যাশী কর্মীদের দক্ষ জনবলে রূপান্তরের জন্য আধুনিক প্রযুক্তি সম্বলিত বিশেষায়িত কারিগরি প্রতিষ্ঠান গড়ে তোলা অত্যাবশ্যক।
এদিকে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক প্রকাশিত শ্রমশক্তি জরিপ অনুযায়ী বাংলাদেশের মোট কর্মক্ষম জনগোষ্ঠীর সিংহভাগ এখনো কৃষিখাতে নিয়োজিত রয়েছে। ১৯৯৫-৯৬ সালে বাংলাদেশের মোট শ্রমশক্তির প্রায় ৪৮.৯ ভাগ কৃষি খাতের সাথে জড়িত ছিল যা ২০১৬-১৭ সালে কমে প্রায় ৪০.৬ ভাগে দাঁড়িয়েছে। তবে, বিভিন্ন খাতভিত্তিক কর্মসংস্থান সৃষ্টিতে উল্লিখিত সময়কালে ম্যানুফ্যাকচারিং খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের মোট কর্মক্ষম জনগণের প্রায় ১৬.৪ ভাগ ম্যানুফ্যাকচারিং খাতে নিয়োজিত রয়েছে, যার পরিমাণ ২০১৬-১৭ সালে সামান্য কমেছে।
উল্লেখ্য, বাংলাদেশে বিগত কয়েক বছর ধরে মোট দেশজ উৎপাদনে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করছে। এ প্রবৃদ্ধি অর্জনে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে শিল্পখাত। বিগত পাঁচ অর্থবছরে শিল্পখাতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১০.৪ শতাংশ যা অন্য দুটি খাত-কৃষি ও সেবার তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি । এ সময়কালে শিল্পের উপখাতসমূহের মধ্যে ম্যানুফ্যাকচারিং খাতে প্রবৃদ্ধি প্রায় ১১.১ ভাগ। ম্যানুফ্যাকচারিং খাতের উৎপাদন সবচেয়ে বেশি হারে বৃদ্ধি পেলেও এ খাতে কর্মসংস্থান সৃষ্টিতে ধীর গতি দেখা যাচ্ছে।