ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ১৫ লাখ ৪০ হাজার ১৬৫ টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ২৯৭ কোটি ৩৬ লাখ ৫৫ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ২ কোটি ৬৪ লাখ ৭৮ হাজার ৮৯৫ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬৯ কোটি ২৯ লাখ ২৩ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা সাইফ পাওয়ারটেকের ৫ কোটি ১৭ লাখ ১৯ হাজার ৪৩০ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৩ কোটি ৪০ লাখ ৪৫ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জিপিএইচের ১৪৪ কোটি ৫৭ লাখ ৪৮ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ১২৯ কোটি ২৮ লাখ ৬১ হাজার টাকার, ফু-ওয়াং সিরামিকের ১০৮ কোটি ৮৭ লাখ ৪৩ হাজার টাকার, এসএস স্টীলের ৮৪ কোটি ৬৩ লাখ ৬০ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ৭৮ কোটি ৪৬ লাখ ৫৯ হাজার টাকার, ম্যাকসন স্পিনিংয়ের ৭৭ কোটি ৫৩ লাখ ৮৫ হাজার টাকার ও বেক্সিমকো ফার্মার ৭৪ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস