দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেন হয়েছে ৭৬৬ কোটি ২১ লাখ ৫১ হাজার টাকা। যার মধ্যে ৪১ শতাংশ বা ৩০৩ কোটি টাকার লেনদেন করেছে বীমা খাতের কোম্পানি গুলো। এছাড়াও (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা ১০টি কোম্পানির মধ্যে নয়টি কোম্পানিই বীমা খাতের। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। দ্বিতীয় স্থানে উঠে এসেছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড। শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। তৃতীয়স্থানে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জনতা ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯৭ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৮৮ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৮৭ শতাংশ, নর্দার্ণ ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৪৩ শতাংশ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৮ দশমিক ০৭ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৭ দশমিক ।
দিন শেষে বীমা খাতের ৪৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭৫ শতাংশ বা ৩৬টি কোম্পানির। দর কমেছে ১৮.৭৫ শতাংশ বা ৯টি কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ৬.২৫ শতাংশ বা ৩টি কোম্পানির।
মোট লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে মিউচ্যুয়াল ফান্ড খাত। ৯৮ কোটি টাকা লেনদেন করে মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট গুলো। রোববার মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট গুলো মোট লেনদেনের ১৩.৪৩ শতাংশ লেনদেন করে। এদিন খাতটিতে দর বৃদ্ধি পায় ৪টি ইউনিটের, দর কমেছে ৮১ শতাংশ বা ৩০টি ইউনিটের। দর অপরিবর্তিত রয়েছে ৩টি ইউনিটের।
৬৩ কোটি টাকা লেনদেন করে মোট লেনদেনে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ফার্মা খাত। খাতটিতে রোববার মোট লেনদেনের ৮.৫৯ শতাংশ লেনদেন হয়েছে। এদিন ফার্মা খাতে লেনদেনে অংশ নেয়া কোম্পানি গুলোর মধ্যে দর বেড়েছে ৫টির । দর কমেছে ১২টি কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পনির।
বিবিধ খাতে লেনদেন হয়েছে ৬০ কোটি টাকা। ব্যাংক খাতে লেনদেন হয়েছে ৩৮ কোটি টাকা। ফুয়েল এন্ড পাওয়ার খাতে লেনদেন হয়েছে ৩৩ কোটি টাকা। প্রকৌশল খাতে লেনদেন হয়েছে ৪৪ কোটি টাকা। প্রকৌশল খাতে লেনদেন হয়েছে ২৭ কোটি টাকা। আইটি খাতে লেনদেন হয়েছে ২১ কোটি টাকা। বস্ত্র খাতে লেনদেন হয়েছে ২১ কোটি টাকা। আর্থিক প্রতিষ্ঠান খাতে লেনদেন হয়েছে ২০ কোটি টাকা। টেলিকমিনিকেশন খাতে লেনদেন হয়েছে ১৪ কোটি টাকা। খাদ্য এন্ড আনুষাঙ্গিক খাতে লেনদেন হয়েছে ৯ কোটি টাকা।
দশ কোটি টাকার কমে লেনদেন হওয়া খাত গুলোর মধ্যে রয়েছে, আবাসন খাত, সিরামিক খাত, সিমেন্ট খাত, ভ্রমণ খাত, পেপার এন্ড প্রিন্টিং খাত, চামড়া খাত এবং পাট খাত।