Top

আনোয়ার গ্যালভানাইজিংয়ের সম্প্রসারণ পরিকল্পনার অনুমোদন

১৭ আগস্ট, ২০২১ ১০:২৭ পূর্বাহ্ণ
আনোয়ার গ্যালভানাইজিংয়ের সম্প্রসারণ পরিকল্পনার অনুমোদন
পুঁজিবাজার ডেস্ক :

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিংয়ের পরিচালনা পর্ষদ প্রতি বছর ২ হাজার ৪১৭ মেট্রিক টন উৎপাদন বৃদ্ধির জন্য একটি পরিকল্পনা অনুমোদন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, উৎপাদন বৃদ্ধির জন্য কোম্পানিটিকে অতিরিক্ত ২ কোটি ৭৩ লাখ ৭০ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। ১ মেঘাওয়াট বিদ্যুৎ সরবরাহের জন্য ডেসকোর কাছ থেকে অনুমোদনপত্র পেয়েছে, যা সম্প্রসারণ কাজে সহায়তা করবে।

নতুন সম্প্রসারণ প্রকল্পটি কোম্পানিটির নিজস্ব সম্পদ এবং ধার করা অর্থের সংমিশ্রণ অর্থায়ন করা হবে। ২০২২ সালের চতুর্থ প্রান্তিক থেকে প্রকল্পটি চালু করা হবে।

সম্প্রসারণ সম্পন্ন হলে কোম্পানিটি উৎপাদন ক্ষমতা প্রতি বছর ৪ হাজার ৭২৫ মেট্রিক টন দাঁড়াবে। উৎপাদিত অতিরিক্ত পরিমাণ আমদানিকৃত পণ্যগুলোকে সরাসরি প্রতিস্থাপন করবে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার