Top
সর্বশেষ

ভুল থেকেই শিক্ষা লাভ করা যায়

১৭ আগস্ট, ২০২১ ১:০২ অপরাহ্ণ
ভুল থেকেই শিক্ষা লাভ করা যায়

কারিনা কাপুর খান বলিউডের অন্যতম সফল অভিনেত্রী। তার স্বামী বলিউড তারকা সাইফ আলী খান। তবে তারকা পরিচয়ের বাইরে কারিনা কাপুর একজন সংসারী নারী। ২০১২ সালে তারা বিয়ে করেছিলেন। কারিনার কোল আলো করে এসেছে দুই সন্তান। একজনের নাম তৈমুর, অন্যজনের নাম জাহাঙ্গীর। এর মধ্যে তৈমুরের জন্ম হয়েছে ২০১৬ সালে। আর জাহাঙ্গীর পৃথিবীতে এসেছে চলতি বছরের ফেব্রুয়ারিতে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ছেলেদের বিষয়ে কথা বলেছেন কারিনা কাপুর। তিনি বলেন, জাহাঙ্গীরের বয়স মাত্র ৬ মাস, কিন্তু আমার মতোই দেখতে হয়েছে। আর টিম (তৈমুর) ওর বাবা সাইফের মতো। এছাড়া ৬ মাস বয়সে খুব বেশি মানুষকে পছন্দ করত না তৈমুর, কিন্তু জেহ স্বাচ্ছন্দ্যবোধ করে। তৈমুরের ব্যক্তিত্ব অনেকটাই ওর বাবা সাইফের মতো। জাহাঙ্গীর আমার ও সাইফের দু’জনেরই ব্যক্তিত্ব পেয়েছে। তৈমুর খুব শিল্প মনস্ক, শৈল্পিক বিষয়ে ওর আগ্রহ আছে। ছবি আঁকতে ভালবাসে, রঙ করতে পছন্দ করে। বিভিন্ন বিষয়ে জানার আগ্রহ রয়েছে। দেখা যাক জাহাঙ্গীরের আগ্রহ কীসে তৈরি হয়। তাছাড়া আমি চাই আমার দুই পুত্রই শতভাগ ভদ্রলোক হোক। আমি চাই মানুষ বলুক, তারা ভালোভাবে লালিত-পালিত হয়েছে। তাহলেই আমি ভাবব আমার জীবন সার্থক।

সন্তানদের সব বিষয়ে অতিরিক্ত নাক গলাতে বিশ্বাসী নন এ অভিনেত্রী। তার কথায়, আমি চাপিয়ে দেওয়ায় বিশ্বাসী নই। আমি চাই ওরা নিজেরা পড়ে গিয়ে শিখুক। কারণ এভাবেই আমার মা আমাদের শিখিয়েছে। আমার মা কোনোদিনও কোনো কিছু আমাদের উপর চাপিয়ে দেওয়ায় বিশ্বাসী ছিলেন না। বলতেন, নিজেই নিজের জীবনের সিদ্ধান্ত নাও। কোনো ভুল হলে সেটা থেকেই শিক্ষা নাও। আমিও বিশ্বাস করি সেই পন্থায়। বিশ্বাস করি, নিজের ভুল থেকেই সবচেয়ে বড় শিক্ষা লাভ করা যায়। দুই ছেলেক সেভাবেই বড় করতে চাই।

শেয়ার