অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি আফগানিস্তান থেকে সৈন্য সরানোর সিদ্ধান্ত নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন। তালিবানদের হাতে আফগানিস্তানকে কার্যত ছেড়ে দেওয়ার জন্য আমেরিকান সরকারকেই দুষলেন অ্যাঞ্জেলিনা।
মঙ্গলবার (২৪ আগস্ট) এক সাক্ষাৎকারে অ্যাঞ্জেলিনা বলছেন, আফগানিস্তান নিয়ে যার যাই মত হোক না কেন, অন্তত এইটুকু বলব, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি কখনোই কাম্য ছিল না। আফগান সরকার ও তালিবানদের মধ্যে শান্তিচুক্তি শেষ করা, আমেরিকার সৈন্য সরিয়ে নেওয়ার অর্থ এত বছরের এত কষ্ট, আত্মত্যাগকে জলাঞ্জলি দেওয়া। এছাড়া একজন আমেরিকান হিসাবে আমি লজ্জিত।
আফগানিস্তানে মহিলাদের ওপর হওয়া অকথ্য অত্যাচারের কথাও তুলে ধরেন জোলি। ৪৬ বছরের এই অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবনে একজন সমাজকর্মী হিসেবেও পরিচিত। তার মত, আফগানিস্তান ইস্যুতে আরও অনেকটা আলোচনা করে, অনেক ভাবনা-চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।