দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে মাদক দমন অভিযান চালিয়ে ১৩১ বোতল ফেন্সিডিলসহ দুই জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার(৩১ আগস্ট) রাত আনুমানিক ২ টায় বীরগঞ্জ উপজেলার তাজমহল এলাকায় এ অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)দিনাজপুর।
আটক দুজন হলেন বাগেরহাট জেলার আল-আমিন(৩৫) এবং কুড়িগ্রাম জেলার শামিম মিয়া(৩৬)।পিকআপে মাদকদ্রব্য বহনের সময় তাদেরকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা একটি গাড়িতে মাদক পরিবহনের বিষয়টি জানতে পারে।প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বীরগঞ্জ উপজেলার তাজমহল এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে তারা। চেকপোস্টে একটি পিকআপের গতিবিধি মন্দেহজনক মনে হলে পিকআপটি থামানোর নিদের্শ দেয়। এ সময় পিকআপটি পালানোর চেষ্টা করলে র্যাব উক্ত পিকআপটি আটক করতে সক্ষম হয় ।তল্লাশী করে ১৩১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এর প্রেক্ষিতে মাদক কারবারি এবং পিকআপের চালক মোঃ আল আমিন (৩৫) ও মোঃ শামীম মিয়াকে (৩৬) গ্রেফতার করা হয়।জানা যায় আটক আল আমিনের বাড়ি বাগেরহাট জেলায় এবং শামীম মিয়ার বাড়ি কুড়িগ্রাম জেলায় অবস্থিত।
সহকারী পরিচালক (মিডিয়া) ফ্ল্যাইট লেফট্যানেন্ট মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। আসামীদ্বয়ের বিরুদ্ধে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে।