Top

ভারত সীমান্তে ১০০ ভরি সোনাসহ আটক ১

০১ সেপ্টেম্বর, ২০২১ ২:২৭ অপরাহ্ণ
ভারত সীমান্তে ১০০ ভরি সোনাসহ আটক ১

সাতক্ষীরা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে ভারতে ১০০ ভরি সোনা পাচারের সময় মনিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার দুপুরে সাতক্ষীরার ৩৩. বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ ভোররাত সাড়ে ৪টার দিকে কলারোয়া উপজেলার কাজীরহাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বাড়ি ওই উপজেলার ঘরচালা গ্রামে।

সাতক্ষীরার ৩৩. বিজিবির ঝাউডাঙ্গা ক্যাম্পের নায়েক মিজানুর রহমান জানান, গোপনসূত্রে আমরা জানতে পেরেছিলাম সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ সোনা ভারতে পাচার হচ্ছে । সেই তথ্যের ভিত্তিতে কাজীরহাট এলাকায় বিজিবি সদস্যরা অবস্থান নেয়। ভোররাত সাড়ে ৪টার দিকে একজনকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১০টি সোনার বার পাওয়া যায়। এর ওজন ১০০ ভরি।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে কলারোয়া থানায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন বিজিবি আরেক কর্মকর্তা লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ।

শেয়ার