পরীমনির সব কর্মকাণ্ডকে ‘সাহসী’ উল্লেখ করে তাঁর পাশে থাকারও ঘোষণা দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী।
গতকাল সোমবার নিজের ফেসবুক ওয়ালে নচিকেতার ২০১৭ সালের গাওয়া একটি গান শেয়ার করেন পরীমনি। ‘এত সাহস কার’ শিরোনামের প্রতিবাদী এই গান লিখেছেন বাংলাদেশের জুলফিকার রাসেল। ‘তোমার মন খারাপের কারণটা কে,/ এত সাহস কার,/ শুধু নামটা বলো তার,/ তাকে আকাশ থেকে এই মাটিতে নামানো দরকার’ কথায় ফুটে উঠেছে সাহসী হয়ে বেঁচে থাকার গল্প। ঢালিউড অভিনেত্রী গানটি শেয়ার করে লিখেছেন, ‘ট্রাস্ট অন ইয়োরসেলফ’, অর্থাৎ ‘নিজের ওপর বিশ্বাস রাখো’। স্ট্যাটাসটি নজরে পড়েছে নচিকেতার। সাহসী গানের মতোই পরীমনির সব কর্মকাণ্ডকে ‘সাহসী’ উল্লেখ করে তাঁর পাশে থাকারও ঘোষণা দিয়েছেন এই গায়ক।
পরীমনির ব্যাপারে কথা বলতে গিয়ে এক সংবাদমাধ্যমকে নচিকেতা জানান, ‘আমার ব্যক্তিগতভাবে পরীমনিকে ভালো লাগে। ভীষণ সাহসী। যেটা বলা উচিত সেটা সবার সামনে বলার ক্ষমতা আছে ওর। যেভাবে নিজের দেশের পুঁজিবাদের বিরুদ্ধে মুখ খুলেছেন, তা খুব একটা সহজ নয়। আমি জানি তিনি আমার গান শোনেন। পছন্দও করেন। আমি পরীমনির অনুপ্রেরণা জেনে ভালো লাগছে।’
তিনি আরও বলেন, ‘আমি জানি, পরীমণি আমার গান শোনেন। পছন্দও করেন। আমি ওঁর অনুপ্রেরণা জেনে ভালো লাগছে। সবার বোঝা উচিত, অভিনেত্রীরও “না” বলার অধিকার আছে। সেই “না” উচ্চারণ করেই তিনি আজ এত বিপাকে। এটা ওঁর দোষ নয়, সমাজের দোষ।’
এই গায়ক মনে করেন, সমাজের এই ধারা সব জায়গাতেই সমান। শুধু বাংলাদেশ নয়, ভারতের চিত্রও এক। নচিকেতা উদাহরণ হিসেবে ষাটের দশকের জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী মালা সিনহার কথা বলেন, ‘সেই সময় ওঁকে (মালা সিনহা) শুনতে হয়েছিল, ওঁর যাবতীয় উপার্জন নাকি বেশ্যাবৃত্তি করে হয়েছে। সমাজ বরাবর নিজের জোরে ওপরে উঠতে থাকা নারীদের গায়ে কালি মাখিয়ে তাদের নিচে নামিয়েছে।’ এ সময় পরীমনিকে সাহস জুগিয়ে তাঁর পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। বলেন, ‘আপনাকে পূর্ণ সমর্থন জানাই। সব সময় পাশে আছি।’
এর আগে অভিনেত্রী জানিয়েছিলেন, দাদু শামসুল হক গাজির এক চিঠি তাঁকে জেলবন্দি অবস্থায় বেঁচে থাকার রসদ জুগিয়েছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে থাকার সময়তেই এই চিঠি পান তিনি। সেটাই নিজের কাছে রেখেছিলেন খুব যত্নে। যাতে লেখা আছে মাত্র চারটে লাইন– ‘নানু আমি ভালো আছি। কোনো চিন্তা করবা না। তোমার সাথে শিগ্রই দেখা দিব।’
৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমনি ও তাঁর সহযোগী দীপুকে আটক করে র্যাব। ৫ আগস্ট তারা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনি ও তাঁর সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। এরপর রিমান্ড, জেল শেষে ৩১ আগস্ট ৫০ হাজার টাকা মুচলেকায় পরীমনির জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ।