Top

পিইসি পরীক্ষা বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে

০৭ অক্টোবর, ২০২১ ৮:৫৬ অপরাহ্ণ
পিইসি পরীক্ষা বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে
নিজস্ব প্রতিবেদক :

পঞ্চম শ্রেণির শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি পরীক্ষা বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে আগামী সপ্তাহে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

বৃহস্পতিবার (৭ অক্টোবার) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

তিনি বলেন, আমরা পরীক্ষা আয়োজনের পক্ষেই ছিলাম। তবে অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষা বাতিল হওয়ায় আমাদের উপর এক ধরণের চাপ ছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পিইসি পরীক্ষা বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী অনুমোদন দিলে আগামী সপ্তাহে এ বিষয়ে আমরা আনুষ্ঠানিক ঘোষণা দেব।

শেয়ার