ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ব্যবসায়িক শিক্ষা অনুষদ ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (২২ অক্টোবর) সকাল এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।
এ বছর ‘গ’ ইউনিটে ১২৫০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৭৩৭৪টি। প্রতি আসনের বিপরীতে লড়েছেন ২১.৯০ জন।
সকাল সাড়ে এগারোটায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ব্যবসায়িক শিক্ষা অনুষদে ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য সাংবাদিকদের বলেন, “দুটি হল পরিদর্শন করলাম। পরীক্ষার্থীরা প্রশ্নের মান ও পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। ২৭ হাজার পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই ১৭ হাজার পরীক্ষার্থীর আসন পড়েছে। বাকি ১০ হাজার পরীক্ষার্থী ঢাকার বাইরে সাতটি ক্যাম্পাসে পরীক্ষা দিচ্ছে। আমাদের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরেছে, ক্যাম্পাস এখন তাদের পদচারণায় মুখরিত। এখন পর্যন্ত সবাই সুস্থ আছে, এটা একটি আশাব্যঞ্জক দিক। এসময় উপাচার্য সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাবি উপ-উপাচার্য(প্রশাসন) ড. মুহাম্মদ সামাদ, ঢাবি প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল মঈনসহ আরও অনেকে।
করোনা মহামারির কারণে এবারই প্রথম ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র পড়েছে। আবেদনকারী পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিট পড়েছে ১৭ হাজার ১৩৭ জনের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৮১৯ জনের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার ৫৫৯ জনের, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯৫ জনের, খুলনা বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬০৬ জনের, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪২৬জনের, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪৭০ জনের, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৩৬২ জনের।