আগামী ১৪ নভেম্বর থেকে শুরু থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, পরীক্ষার ফল ৩০ দিনের মধ্যে প্রকাশ করা হবে।
বুধবার (২৭ অক্টোবর) মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, এ বছর ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার জন্য ৩ হাজার ৬৭৯ কেন্দ্রে এই পরীক্ষা আয়োজন করা হবে। এরমধ্যে সাধারণ বোর্ডের ২ হাজার ২০৯টি, মাদ্রাসা বোর্ডের ৭১০টি এবং ভোকেশনালের ৭৬০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এসএসসি পরীক্ষাকে সামনে রেখে সব ধরনের কোচিং বন্ধ ঘোষণা করা হয়েছে। মন্ত্রী বলেন, আগামী ৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশের সমস্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে।
এর আগে, করোনা মহামারির কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর এ বছরের ১২ সেপ্টেম্বর দেশের সব স্কুল ও কলেজ খুলে দেওয়া হয়েছে। করোনার কারণে সরকারকে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দিতে হয়েছে। এসএসসি পরীক্ষা সাধারণত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়।