Top

করোনা মোকাবেলায় সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১৫ ডিসেম্বর, ২০২০ ৪:৩৬ অপরাহ্ণ
করোনা মোকাবেলায় সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
করোনা ভাইরাসের দ্বিতীয় ডেউ মোকাবেলায় সাতক্ষীরায় মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুল আমিন। এসময় প্রকাশ্যে ধুমপান ও মাদকজাত দ্রব্যের বিজ্ঞাপন দেওয়ায় তিন দোকানীকে ৬ হাজার টাকা ও মাস্ক পরিধান না করায় কয়েকজনকে জরিমানা করা হয়।
এছাড়া, জেলায় গত ১ মার্চ হতে ১৩ ডিসেম্বর পর্যন্ত মোট ১ হাজার ৪৫৪ টি মোবাইল কোর্টের অভিযানে ৩ হাজার ৭৬৫ টি মামলায় ৫৫ লাখ ২০হাজার ৬২৯ টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে ৭৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।
শেয়ার