Top

আরও ৬১ বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি

১৫ ডিসেম্বর, ২০২০ ৬:০৮ অপরাহ্ণ
আরও ৬১ বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি
নিজস্ব প্রতিবেদক :

মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতিত আরও ৬১ বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধা স্বীকৃতি দিয়ে তালিকা প্রকাশ করেছে সরকার। এ নিয়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা দাঁড়াল ৪০০ জনে।

তাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে সোমবার (১৪ ডিসেম্বর) গেজেট জারি করা হয়েছে।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০০২ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা, ৪১ এর ৫ নম্বর ক্ষমতা বলে জামুকার ৭০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এ গেজেট প্রকাশ করা হয়।

বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়ায় তারা প্রতি মাসে ভাতাসহ মুক্তিযোদ্ধাদের মতো অন্যান্য সব সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এর আগে গত সেপ্টেম্বরে আগে তালিকার বাইরে থাকা বীরাঙ্গনাদের তালিকাভুক্ত হওয়ার আবেদন করতে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল মন্ত্রণালয়।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আলবদর, আল-শামসসহ অন্য সহযোগীদের হাতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির জন্য আবেদন আহ্বান করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। নিজ নিজ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে আবেদন জমা দিতে বলা হয়েছে।

আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র (এনআইডি/যুদ্ধকালীন কমান্ডারের প্রতিবেদন/স্থানীয় মুক্তিযোদ্ধাদের প্রতিবেদন থাকলে) জমা দিতে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসাররা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির মতামতসহ তা সরাসরি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে পাঠাবেন। এ ছাড়া অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, গবেষক, নারী সংগঠন, এনজিওর কাছে নারী বীর মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) সম্পর্কে তথ্য থাকলে তা মন্ত্রণালয়ে দিয়ে গেজেটভুক্তির কাজে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

২০১৫ সালে স্বাধীনতার ৪৪ বছর পর নারী মুক্তিযোদ্ধা হিসেবে ৮০ বীরাঙ্গনাকে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করে সরকার।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার