Top

বিদ্রূপকারীরাই আজ বাংলাদেশকে সম্ভাবনাময় বলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৩১ অক্টোবর, ২০২১ ৬:০৪ অপরাহ্ণ
বিদ্রূপকারীরাই আজ বাংলাদেশকে সম্ভাবনাময় বলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বটমলেস বাসকেট বলে যারা বিদ্রূপ করতো তারাই এখন আমাদের বলে সম্ভাবনাময় বাংলাদেশ। এটার জন্য যে দক্ষতা, দেশপ্রেম, দূরদর্শী নেতৃত্বের দরকার ছিল সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর রয়েছে। তার নির্দেশনায় আমরা আজকে সেই জায়গায় পৌঁছেছি।’

রবিবার (৩১ অক্টোবর) দুপুরে ধামরাইয়ে বাথুলি এলাকায় ইফাদ অটোস লিমিটেডের কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী অসম্ভবকে সম্ভব করে যাচ্ছেন। তিনি বলেছিলেন ২০০৮ নির্বাচিত হলে পাল্টে দেবেন বাংলাদেশকে। যথার্থভাবেই সেই কাজ তিনি করেছেন। বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল। তার নিদর্শনা স্বরূপ আজকের এই কারখানার অগ্রগতি। প্রধানমন্ত্রী জনগণকে বুঝিয়ে দিয়েছেন, তিনি যা বলেন তাই করেন। তিনি ক্ষমতায় থাকলেই দেশ এগিয়ে যাবে। অন্ধকার থেকে আলোকিত বাংলাদেশের ঘোষণা দিয়েছেন সেটা তিনিই করতে পারবেন।

তিনি আরও বলেন, ‘আজ জনগণ বুঝে গেছে, শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তিনি যা বলেন তাই করেন। সারা বাংলাদেশের মানুষ এটাই বিশ্বাস করে। তিনি থাকলেই দেশ এগিয়ে যাবে। অন্ধকার থেকে আলোকিত বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। সেটা তিনিই করতে পারেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইফাদ গ্রুপ বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি শিল্প প্রতিষ্ঠান। বিভিন্ন মডেলের বাস-ট্রাক ও কাভার্ডভ্যান বাজারজাত করার মাধ্যমে তারা পরিবহন খাতে বিশেষ অবদান রাখছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ গাড়ি সংযোজনকারী হিসেবে দেশের গণ্ডি পেরিয়ে গাড়ি উৎপাদনকারী দেশের তালিকায় অন্তর্ভুক্ত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু বলেন, ‘বাংলাদেশে বিগত কয়েক বছরে ভারী যানবাহনের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ি আমদানিতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে। বিষয়টি বিবেচনায় রেখে ইফাদ অটোস লিমিটেড বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে ২০১৭ সালে এই কারখানা চালু করে। একই সঙ্গে কারখানাটিতে আধুনিক ও বিশ্বমানের এসি, নন এসি, লাক্সারি বাস ও ট্রাকের কেবিন তৈরি করা হচ্ছে।’

অনুষ্ঠানে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ ও ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ প্রমুখ।

শেয়ার