Top

৭৯ দিন পর চালু হলো বাংলাবান্ধা বন্দর

১৩ জুন, ২০২০ ১১:২২ অপরাহ্ণ
৭৯ দিন পর চালু হলো বাংলাবান্ধা বন্দর

করোনাভাইরাসের কারণে দীর্ঘ ৭৯ দিন বন্ধ থাকার পর শর্ত সাপেক্ষে আবারও চালু হয়েছে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম।

শনিবার (১৩ জুন) সকাল ১১টার দিকে ভারত থেকে পাথর বোঝাই ট্রাক বন্দরে প্রবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়।

স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, জেলা প্রশাসনের ১২টি শর্ত সাপেক্ষে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে এ কার্যক্রম কতদিন চলমান থাকবে, না কি সমস্যা দেখা দিলে বন্ধ করে দেওয়া হবে তা জানায়নি বন্দর কর্তৃপক্ষ।

বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা জানান, করোনাভাইরাসের কারণে গত ২৫ মার্চ থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিলো। গত বৃহস্পতিবার (১১ জুন) জেলা প্রশাসন বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে পুনরায় পুনরায় বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়।

শেয়ার