Top

সিলেটে যুক্তরাজ্য বিএনপি নেতার ভাইয়ের রেস্টুরেন্ট সিলগালা, দুই রেস্টুরেন্টকে জরিমানা

০২ নভেম্বর, ২০২১ ৯:১৮ অপরাহ্ণ
সিলেটে যুক্তরাজ্য বিএনপি নেতার ভাইয়ের রেস্টুরেন্ট সিলগালা, দুই রেস্টুরেন্টকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক :

সিলেটে যুক্তরাজ্য বিএনপি নেতার ভাইয়ের রেস্টুরেন্ট সিলগালা, দুই রেস্টুরেন্টকে জরিমানাআজ সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ভোজনবাড়ি রেস্টুরেন্টে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে।অভিযানের সময় র ্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু, অতিঃ পুলিশ সুপার সামিউল ইসলাম ও বিআইএসটির ফিল্ড অফিসার আব্দুল মতিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে উক্ত রেস্টুরেন্টে পচা বাসি খাবার, নোংরা পরিবেশ, পচা মাংস, খাবার রাখার স্থান অপরিষ্কার, ডাষ্টবিনের ময়লার সাথে খাবার রাখা এবং রেস্টুরেন্টের লাইসেন্স এর মেয়াদ ২০১৯ সালে উত্তীর্ণ হওয়ার অভিযোগ এর প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উক্ত রেস্টুরেন্টে সিল গালা করে দেয়।

রেস্টুরেন্টে অভিযান পরিচালনাকালে রেস্টুরেন্টের শেয়ার হোল্ডার তোরাব আলী এবং সুপারভাইজার সৈয়দ মোসাদ্দিক ও একাউন্টেট সুব্রত পালকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব -৯ কার্যালয়ে নিয়ে যায়। একইসাথে নগরীর পানসি ও পাঁচ ভাই রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উল্লেখ্য রেস্টুরেন্টের মালিক সুজেল আহমেদ তালুকদার যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কয়সর আহমেদ এর ভাগিনা।এছাড়াও কয়সর আহমেদ এর আপন ভাই কবির আহমেদের রেস্টুরেন্টটিতে শেয়ার রয়েছে।

কয়সর আহমেদ যুক্তরাজ্য থেকে সরকার বিরোধী বিভিন্ন গুজব ও প্রপাগান্ডায় লিপ্ত এবং মাননীয় প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে আন্দোলনের উস্কানিদাতা।

এর আগে ২০১৮ সালে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে হামলা করে অফিস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুরের ঘটনায় কয়সর আহমেদ জড়িত ছিলেন।

সিলেটের বিভিন্ন রেস্টুরেন্ট ব্যবসা থেকে লন্ডনে সরকার বিরোধী ষড়যন্ত্র এবং প্রপাগান্ডার অর্থ যোগান দেওয়া হয় বলে সংবাদ প্রকাশ করেছিল একটি জাতীয় দৈনিক।

কয়সর আহমেদ এর ভাই কবির আহমেদ এই রেস্টুরেন্টের শেয়ারহোল্ডার হওয়ায় ভোজনবাড়ি রেস্টুরেন্ট থেকে যুক্তরাজ্যে বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা জন্য অর্থ যোগান দেওয়া হতো বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার