Top
সর্বশেষ

দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স

২০ ডিসেম্বর, ২০২০ ৪:০৩ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৪৭ বারে ৩৬ লাখ ৭৪ হাজার ১৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২০ কোটি ৭২ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ৮৮১ বারে ৯ লাখ ১৮ হাজার ২২১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৬১ লাখ টাকা।

তৃতীয়স্থানে থাকা বেক্সিমকোর শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৪৩ শতাংশ। কোম্পানিটি ৭ হাজার ১১৪ বারে ২ কোটি ২ লাখ ৬২ হাজার ৩৩২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৮ কোটি ৫১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রিমিয়ার সিমেন্টের ৭ দশমিক ৭০ শতাংশ , গ্লোবাল ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৯৩ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৩৬ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৩৪ শতাংশ, নর্দান ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৯১ শতাংশ, ওয়ালটনের ৪ দশমিক ৬৫ শতাংশ ও বেক্সিমকো ফার্মা ৪ দশমিক ৪৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

শেয়ার