Top
সর্বশেষ

মীরসরাইয়ে প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ

২৪ নভেম্বর, ২০২১ ৬:৫৫ অপরাহ্ণ
মীরসরাইয়ে প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ
মিরসরাই (চট্রগ্রাম) প্রতিনিধি :

মীরসরাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এনএটিপি ফেজ-২ প্রকল্পের আওতায় AIF-৩ ম্যাচিং গ্রান্ট উপ-প্রকল্প হতে পিক-আপ গাড়ী,  এল ডি ডি পি প্রকল্পের আওতায় ৪ জন দুগ্ধ খামারীদের মাঝে ৪ টি মিল্ক ক্রীম সেপারেটর মেশিন এবং আধুনিক প্রযুক্তির গরু হৃষ্টপুষ্ট করণ প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ সমাপনান্তে কৃমির ঔষধ ও ভিটামিন মিনারেল প্রিমিক্স বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র পোদ্দার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুর রহমান, উপজেলা ভাইস-চেয়ারম্যান জনাব এম আলাউদ্দিন, উপজেলার ভেটেরিনারি সার্জন ডাঃ জয়িতা বসু, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ ফরিদুল ইসলাম, ডাঃ মোহাম্মদ মিনহাজুল করিম সহ অত্র অফিসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

শেয়ার