Top

এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য

২৬ অক্টোবর, ২০২৪ ১১:৩৮ পূর্বাহ্ণ
এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য

ভারত সরকার মঙ্গলবার দেশটি থেকে সেদ্ধ চালের রফতানি শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এর পরদিন বুধবার বাসমতী ছাড়া অন্যান্য সাদা চালের ন্যূনতম রফতানি মূল্য (এমইপি) তুলে দিয়েছে দেশটি। শীর্ষ রফতানিকারক দেশের এমন সিদ্ধান্তের পর বাজারে চালের সরবরাহ বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ কারণে ভারতসহ এশিয়ার অন্য দেশগুলোয় চলতি সপ্তাহে চালের রফতানি মূল্য কমেছে। গত এক বছরের সর্বনিম্নে নেমেছে ভারত ও ভিয়েতনামের চালের দাম। খবর বিজনেস রেকর্ডার।

ভারতে ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চালের দাম চলতি সপ্তাহে ছিল টনপ্রতি ৪৫০-৪৮৪ ডলার, যা গত বছরের আগস্টের পর সর্বনিম্ন। ভারতের ৫ শতাংশ খুদযুক্ত সাদা চালের দাম চলতি সপ্তাহে ছিল টনপ্রতি ৪৬০-৪৯০ ডলার।

এ বিষয়ে কলকাতার এক রফতানিকারক বলেন, ‘সরকার রফতানি শুল্ক ও ন্যূনতম রফতানি মূল্য তুলে নেয়ার পর ভারতে চালের দাম অনেক কমেছে। এছাড়া চলতি সপ্তাহে চালের চাহিদাও ভালো ছিল।’

ভিয়েতনাম ফুড অ্যাসোসিয়েশনের দেয়া তথ্যানুযায়ী, চলতি সপ্তাহে দেশটিতে চালের দাম গত বছরের জুলাইয়ের পর সর্বনিম্নে নেমেছে। ভিয়েতনামে বৃহস্পতিবার ৫ শতাংশ খুদযুক্ত চাল টনপ্রতি ৫৩২ ডলারে বেচাকেনা হয়েছে, গত সপ্তাহে যা ছিল ৫৩৭ ডলার।

হো চি মিন সিটির এক ব্যবসায়ী বলেন, ‘অন্যান্য রফতানিকারক দেশের প্রতিযোগিতামূলক দামের কারণে ভিয়েতনামে চালের দাম কমেছে। এছাড়া বুধবার ইন্দোনেশিয়ার বুলোগ চাল ক্রয়ের টেন্ডার বাতিল করেছে। এটিও পণ্যটির দামে নেতিবাচক প্রভাব ফেলেছে।’

এদিকে থাইল্যান্ডে চলতি সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম ছিল টনপ্রতি ৫১০ ডলার, যা গত সপ্তাহে ছিল ৫২৫ ডলার। এ বিষয়ে ব্যাংককভিত্তিক এক ব্যবসায়ী বলেন, ‘‌থাইল্যান্ডের চালের চাহিদা স্থিতিশীল রয়েছে। সরবরাহের জন্য চাল এরই মধ্যে জমি থেকে সংগ্রহ করা হয়েছে।’

এদিকে বাংলাদেশে আকস্মিক বন্যায় প্রায় ১১ লাখ টন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর চালের আমদানি শুল্ক ৩৭ শতাংশ কমিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

এনজে

শেয়ার