Top
সর্বশেষ
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্টের ৩ টি নতুন প্রোডাক্ট উদ্বোধন আরব আমিরাতকে পেছনে ফেলে রেমিট্যান্স আহরণে শীর্ষ উৎস যুক্তরাষ্ট্র আরও ৩০ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল মাওলানা সাদকে দেশে আসতে দিলে সরকারকে পালাতে হবে সাবেক এমপি মেজর মান্নানের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা আয়নাঘরের চেয়েও ভয়াবহ ঘরের সন্ধান পাওয়া গেছে: গুম কমিশন প্রধান পিলখানা হত্যা মামলার পুনঃতদন্তে হাইকোর্টের রুল সোহরাওয়ার্দীতে অনুষ্ঠিত হচ্ছে ইসলামি মহাসম্মেলন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকা তৃতীয় সাইবার নিরাপত্তা আইন এক সপ্তাহের মধ্যে বাতিল: উপদেষ্টা নাহিদ

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১১১৬

০৮ জানুয়ারি, ২০২২ ৫:৫০ অপরাহ্ণ
করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১১১৬

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ১১৬ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৯ শতাংশে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৯২ হাজার ২০৯ জনে।

শনিবার (৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি-বেসরকারি ৮৫২টি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৫৮৬টি নমুনা সংগ্রহ ও ১৮ হাজার ২৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ১ হাজার ১১৬ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৭৯ শতাংশ। এ নিয়ে টানা দুদিন শনাক্ত ৫ শতাংশের উপরে উঠলো। গতকাল শনাক্তের হার ছিল ৫ দশমিক ৬৭ শতাংশ।

এ নিয়ে দেশে এখন পর্যন্ত ১ কোটি ১৬ লাখ ৪৯ হাজার ৮১৫টি নমুনা পরীক্ষায় মোট রোগী শনাক্ত হয় ১৫ লাখ ৯২ হাজার ২০৯ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৬৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে সেরে উঠেছেন ১৫৪ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫০ হাজার ৬৮৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৩৯ শতাংশ।

শেয়ার