ভোলার চরফ্যাশনে পৃথক পৃথক স্থানে বজ্রপাতে মোঃ মোশারফ হোসেন লিটন (৩৭) ও মো. শিহাব মাঝি (২৩) নামার দুই যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ও এওয়াজপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
নিহত মোশারফ হোসেন লিটন উপজেলা শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে ও মো. সিহাব মাঝি হাজারীগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চর ফকিকা গ্রামের রফিজুল মাঝির ছেলে। মোশারফ হোসেন লিটন শশীভূষণ সাব-রেজিস্ট্রি অফিসের একজন দলিল লেখক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার দুপুরের দিকে হটাৎ ঝড়বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় দলিল লেখক মোশারফ হোসেন লিটন নিজ বাড়িতে বসতঘরের সাথে গরুর ঘরে খাবার দিতে গিয়ে হটাৎ বজ্রপাতে গুরুতর আহত হন। গুরুত্বর আহত অবস্থায় তাকে স্বজনেরা উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এদিকে একই সময় চর-ফকিরা গ্রামের জেলে রফিজল ইসলামের ছেলে জেলে মো.শিহাব মাইনুদ্দিনঘাটে নোঙ্গর করা নৌকার কাছে ছিল। এসময় ঝড়বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রপাতের আঘাতে গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মো. তারিক হাসান রাসেল এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি মর্মান্তিক ও দুঃখজনক।
এম জি