Top
সর্বশেষ
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্টের ৩ টি নতুন প্রোডাক্ট উদ্বোধন আরব আমিরাতকে পেছনে ফেলে রেমিট্যান্স আহরণে শীর্ষ উৎস যুক্তরাষ্ট্র আরও ৩০ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল মাওলানা সাদকে দেশে আসতে দিলে সরকারকে পালাতে হবে সাবেক এমপি মেজর মান্নানের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা আয়নাঘরের চেয়েও ভয়াবহ ঘরের সন্ধান পাওয়া গেছে: গুম কমিশন প্রধান পিলখানা হত্যা মামলার পুনঃতদন্তে হাইকোর্টের রুল সোহরাওয়ার্দীতে অনুষ্ঠিত হচ্ছে ইসলামি মহাসম্মেলন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকা তৃতীয় সাইবার নিরাপত্তা আইন এক সপ্তাহের মধ্যে বাতিল: উপদেষ্টা নাহিদ

ভোলায় বজ্রপাতে ২ যুবকের মৃত্যু

০৫ নভেম্বর, ২০২৪ ৭:১৬ অপরাহ্ণ
ভোলায় বজ্রপাতে ২ যুবকের মৃত্যু
ভোলা প্রতিনিধি :

ভোলার চরফ্যাশনে পৃথক পৃথক স্থানে বজ্রপাতে মোঃ মোশারফ হোসেন লিটন (৩৭) ও মো. শিহাব মাঝি (২৩) নামার দুই যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ও এওয়াজপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

নিহত মোশারফ হোসেন লিটন উপজেলা শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে ও মো. সিহাব মাঝি হাজারীগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চর ফকিকা গ্রামের রফিজুল মাঝির ছেলে। মোশারফ হোসেন লিটন শশীভূষণ সাব-রেজিস্ট্রি অফিসের একজন দলিল লেখক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার দুপুরের দিকে হটাৎ ঝড়বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় দলিল লেখক মোশারফ হোসেন লিটন নিজ বাড়িতে বসতঘরের সাথে গরুর ঘরে খাবার দিতে গিয়ে হটাৎ বজ্রপাতে গুরুতর আহত হন। গুরুত্বর আহত অবস্থায় তাকে স্বজনেরা উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এদিকে একই সময় চর-ফকিরা গ্রামের জেলে রফিজল ইসলামের ছেলে জেলে মো.শিহাব মাইনুদ্দিনঘাটে নোঙ্গর করা নৌকার কাছে ছিল। এসময় ঝড়বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রপাতের আঘাতে গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মো. তারিক হাসান রাসেল এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি মর্মান্তিক ও দুঃখজনক।

এম জি

শেয়ার