Top
সর্বশেষ
ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ ১৩৭০ জনের শনাক্ত ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্টের ৩ টি নতুন প্রোডাক্ট উদ্বোধন আরব আমিরাতকে পেছনে ফেলে রেমিট্যান্স আহরণে শীর্ষ উৎস যুক্তরাষ্ট্র আরও ৩০ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল মাওলানা সাদকে দেশে আসতে দিলে সরকারকে পালাতে হবে সাবেক এমপি মেজর মান্নানের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা আয়নাঘরের চেয়েও ভয়াবহ ঘরের সন্ধান পাওয়া গেছে: গুম কমিশন প্রধান পিলখানা হত্যা মামলার পুনঃতদন্তে হাইকোর্টের রুল সোহরাওয়ার্দীতে অনুষ্ঠিত হচ্ছে ইসলামি মহাসম্মেলন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকা তৃতীয়

গণহত্যাকারীদের আটক ও বিচারের দাবি জামায়াতের

০৫ নভেম্বর, ২০২৪ ৮:৩৬ অপরাহ্ণ
গণহত্যাকারীদের আটক ও বিচারের দাবি জামায়াতের
জেলা প্রতিনিধি :

২০০৬ সালের ২৮ অক্টোবর, ২০০৯ সালের পিলখানা, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে এবং ২০২৪ সালের জুলাই মাসে গণহত্যাকারীদের বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কসবা উপজেলা বায়েক ইউনিয়নের উদ্যোগে গণসমাবেশ আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ২টায় নয়নপুর বাজারে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন সভাপতি আলী আশরাফের সভাপতিত্বে এবং নুরে আলম সিদ্দীকি ও জহিরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির গোলাম ফারুক।

বিশেষ অতিথি ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের নায়েবে আমির কাজী ইয়াকুব আলী, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, জেলা জামায়াতের প্রচার সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শিবির সভাপতি আতিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ ফরিদ উদ্দিন, সেক্রেটারি শিবলী নোমানী, সাবেক শিবির সভাপতি নুরুল আমিন, গোলাম সারওয়ার, মাসুদুর রহমান, শিবির সভাপতি সাইফুল্লাহ আল আরিফ, সেক্রেটারি জাহিদ হাসান, জামায়াত নেতা জামাল মিয়া, হুমায়ুন কবির প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগের সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের মতো। ১৬টি বছর তারা গণহত্যা চালিয়ে মানব সভ্যতার ইতিহাসে এক ঘৃণিত অধ্যায়ের সৃষ্টি করেছে। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

বিএইচ

শেয়ার